এখনও পর্যন্ত মোট ৬ জন অনশনরত চাকরিহারা শিক্ষকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শেষ আপডেট: 15 June 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: অনশনরত ১০ জন প্রতিনিধির মধ্যে বলরাম বিশ্বাসের পর চিন্ময় মণ্ডলের অসুস্থ হয়ে পড়ার খবর এসেছিল বিকেলেই। তবে সেই তালিকা ক্রমশ বাড়ছে। জানা গেছে, এখনও পর্যন্ত আরও চার জন চাকরিহারা শিক্ষকেরও শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁদের সকলকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসপাতালে রয়েছেন অনশনকারী দক্ষিণ দিনাজপুরের সুকুমার সরেন, বর্ধমানের অচিন্ত্য কুমার দাস, শিলিগুড়ির বিকাশ রায় এবং মানিক মজুমদারও।
প্রসঙ্গত, রোববার সকালে প্রথম অসুস্থ হয়ে পড়েন অনশনরত চাকরিহারা শিক্ষক (SSC Job Deprived Teacher) বলরাম বিশ্বাস। অবস্থা গুরুতর হওয়ায় তড়িঘড়ি তাঁকে আরজি কর (RG Kar Hospital) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে শারীরিক অবস্থার অবনতি দেখা দেয় আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের (Chinmoy Mondal)। তড়িঘড়ি তাঁকে এনআরএস হাসপাতালে (NRS Hospital) নিয়ে যাওয়া হয়েছে।
অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ-সহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের (Bikash Bhavan) বিপরীতে যোগ্য শিক্ষকদের তৈরি মঞ্চে (SSC Job Deprived Teachers) আমরণ অনশনে (Hunger Strike) বসেছেন ১০ জন চাকরিহারা যোগ্য শিক্ষক (SSC Deprived Teachers)।
শনিবার রাতে অনশন মঞ্চে আসেন মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসকরা। তাঁরা অনশনরত শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি অনশন প্রত্যাহার করার জন্য তাঁদের অনুরোধও করেন।
যদিও অনশনরত চাকরিহারা শিক্ষকরা নিজেদের দাবিতে অনড়। তাঁদের বক্তব্য, এভাবে হকের চাকরি কেড়ে নিতে দেব না। অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। সরকার যতক্ষণ না স্কুলে ফেরানোর ব্যবস্থা করবে ততক্ষণ এভাবেই তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়ে দেন।
নিয়োগে দুর্নীতির (SSC Recruitment Scam) অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে মে মাসের শুরু থেকে সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন চাকরিহারারা। এখনও সেই আন্দোলন চলছে।