শেষ আপডেট: 22nd November 2022 17:26
দ্য ওয়াল ব্যুরো: চার তরুণীর (girls) লালসার শিকার হলেন পাঞ্জাবের (Punjab) জলন্ধরের এক শ্রমিক (labour)। অভিযোগ, একটি সাদা গাড়িতে তুলে তাঁকে অপহরণ (kidnap) করে চার যুবতী। এরপর জঙ্গলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে তাঁকে ধর্ষণ (rape) করে। যুবকের এই বিস্ফোরক অভিযোগে রীতিমতো হইচই পড়ে গিয়েছে সেখানে।
কিন্তু এতকিছুর পরেও সেই যুবক থানায় অভিযোগ দায়ের করেননি। এক সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁর স্ত্রীই তাঁকে এই ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ জানাতে বাধা দিয়েছেন।
ধর্ষিত ওই শ্রমিকের অভিযোগ, তিনি স্থানীয় এক চামড়ার কারখানায় কাজ করেন। সোমবার কাজ থেকে বাড়ি ফেরার পথে কাপুরথালা রোডে একটি সাদা গাড়ি তাঁর সামনে এসে দাঁড়ায়। ভিতরে চার তরুণী বসে ছিল। সকলেরই বয়স ছিল ওই কুড়ির কোঠায়।
ওদের মধ্যেই একজন কাগজে লেখা একটি ঠিকানা সম্পর্কে জানতে চায়। এরপর তিনি যখন কাগজটি খুঁটিয়ে দেখছিলেন, তখনই বাকিরা তাঁর চোখেমুখে একধরনের কেমিক্যাল পদার্থ স্প্রে করে। সেখানেই অজ্ঞানও হয়ে যান ওই শ্রমিক।
এরপর চারজন মিলে তাঁকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মাদক খাইয়ে, এমনকি মদ্যপান করিয়ে পরপর ধর্ষণ করে। সারারাত অত্যাচার চালানোর পরে মঙ্গলবার ভোররাত তিনটে নাগাদ তাঁকে চোখ-হাত-পা বেঁধে রাস্তায় ফেলে রেখে চলে যায় ওই চার তরুণী।
স্থানীয় সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হওয়ার পরই পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।