শেষ আপডেট: 25th July 2024 13:21
দ্য ওয়াল ব্যুরো: দিঘা থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। একটি প্রাইভেট গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে চার জনের। আহত হয়েছেন আরও এক জন। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মারিসদা থানার দিঘা নন্দকুমার জাতীয় সড়কে।
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর রাতে খড়িপুকুরয়া বাস স্টপেজের কাছে দিঘা ফেরত পর্যটকদের প্রাইভেট গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই প্রাণ হারান বাইকে থাকা তিন বন্ধু। মৃতের মধ্যে একজন মহিলা পর্যটকও ছিলেন।
পুলিশ জানিয়েছে, মৃত তিন বন্ধুর নাম বিশ্বজিৎ মণ্ডল, শুভঙ্কর জানা, অতনু মণ্ডল। তিনজনেরই বাড়ি কাঁথি থানার ঘোড়াঘাটা গ্রামে। অন্যদিকে, প্রাইভেট গাড়িটি দিঘা থেকে নদিয়ার তাহেরপুরের ফিরছিল। ওই গাড়িতে থাকা কোয়েল সিং নামে এক মহিলা পর্যটকের মৃত্যু হয়েছে। গাড়ির চালকের হাত ভেঙে গিয়েছে।
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় মারিষদা থানার বিশাল পুলিশ বাহিনী। গাড়ি ও বাইক আরোহীদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চার জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
মারিষদা থানার পুলিশ গাড়ি দু'টিকে আটক করছে । এই দুর্ঘটনার জেরে দিঘা নন্দকুমার জাতীয় সড়কে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যানজট থাকে। তিন বন্ধুর মৃত্যুতে ঘোড়াঘাটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।