শেষ আপডেট: 31st October 2023 16:06
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোলে ব্যবসায়ীর গাড়িতে গুলি চালানোর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই চারজনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনার পরেই তদন্ত নামে আসানসোল উত্তর থানার তদন্তকারীরা।
বাইক নিয়ে ধাওয়া করে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত অভিষেক মুখার্জি ওরফে পাপাই, টিংকু কুমার প্রসাদ, পঙ্কজ কুমার সিং ও কুলদীপ কুমার ওরফে কাল্লু নামে চারজন যুবককে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও আগ্নেয়াস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের প্রত্যেকের বাড়ি আসানসোলে।
সোমবার আসানসোলে ভরদুপুরে ব্যবসায়ীয়ের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান দীনেশ ঘড়াই নামে ওই ব্যবসায়ী। তিনি রূপনারায়ণপুর টোল প্লাজার মালিক। শুধু টোলপ্লাজার ব্যবসা নয়, ঝাড়খণ্ডে পাথরের ব্যবসাও রয়েছে তাঁর।
ব্যবসায়ী জানিয়েছিলেন, চন্দ্রচূড় মন্দির সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। তাঁরা বাইকে ছিল। দীনেশ সিটের তলায় লুকিয়ে পড়লে গাড়ির কাচ ফুটো করে বুলেট বাইরে বেরিয়ে যায়। গুলি তাঁর গায়ে লাগেনি। ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাসিন্দারা দাবি করেছিলেন, এই ঘটনায় জমি মাফিয়াদের হাত রয়েছে। এদিন রাস্তার ধারের জমিগুলি জেসিবি নিয়ে দখল করতে এসেছিল প্রায় দুশোজন। তারা জেসিবি চালাচ্ছিল জমিতে। এরপরেই ওই ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।