শেষ আপডেট: 1st January 2025 19:07
সুমন বটব্যাল
শেষ কবে এমন দৌড় দৌড়তে হয়েছে মনে করতে পারছেন না বনকর্তারা!
২০ ডিসেম্বর শুরুটা হয়েছিল ঝাড়গ্রামের কটচুয়ার জঙ্গল থেকে। সেখান থেকে বেলপাহাড়ির কাঁকড়াঝোড়, ময়ূরঝর্না-সহ বিভিন্ন এলাকায় একদিন কাটিয়ে পুরুলিয়ার রাইকা পাহাড়! সেখানে দক্ষ বনকর্মীদের টানা সাতদিন নাস্তানাবুদ করার পর শুশুনিয়া পাহাড় টপকে বাঁকুড়ায় ঢুকে ২৯ ডিসেম্বর ঘুম পাড়ানি গুলি খেয়ে ক্ষান্ত হয়েছিল বাঘিনি জিনাত!
ততদিনে কালঘাম ছুটে চূড়ান্ত নাস্তানাবুদ হাল ১৭৭ জন বনকর্তা-কর্মীর। অবশেষে বছরের শেষ দিনে মঙ্গলবার রাতে গ্রিন করিডর করে আলিপুর থেকে ওড়িশায় নিয়ে যাওয়া হয়েছে জিনাতকে।
বাঘিনির ১০ দিনের দৌড়ঝাঁপে রাজ্যের মোট খরচ কত হল? সূত্রের খবর, খরচের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ! এটা আনুমানিক, সংখ্যাটা আরও বাড়তে পারে।
এ ব্যাপারে টেলিফোন দ্য ওয়ালকে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "বাঘিনি জিনতকে ধরপাকড়ের জন্য পুরো টিম টানা ১০ দিন জঙ্গলে থেকেছে। একাধিক জেনারেটর চলেছে। গাড়ি, খাওয়া খরচ, গ্রাম ঘেরার জাল - সব মিলিয়ে প্রাথমিকভাবে ৩৫ লক্ষ টাকা খরচের হিসেব পাওয়া গিয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে।"
১ জানুয়ারি সরকারি ছুটি রয়েছে। বনমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল এবং পরশু খরচের পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করা হবে। তারপরই বাঘিনি জিনাতের জন্য মোট খরচের পরিমাণ বলা যাবে।
বস্তুত, বাঘিনিকে বাগে আনতে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া বন দফতরের পাশাপশি ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকেও দক্ষ বনকর্মীদের আনা হয়েছিল। এমনকী সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকেও দক্ষ টিম আনা হয়। সঙ্গে একাধিক বড় বড় খাঁচা, লোকলস্কর নিয়ে যাওয়ার জন্য একাধিক বড় বড় গাড়ি। কে ছিল না সেই টিমে? মুখ্য বনপাল, ডিএফও, এডিএফও, রেঞ্জ অফিসার, বিট অফিসার, বনকর্মী থেকে হুলাপার্টি- সকলেই। যাকে বলে যুদ্ধযুদ্ধ মেজাজ!
জিনাত খাঁচাবন্দি হওয়া এবং সব শেষে পুরনো বছরে নিজের পুরনো ঠিকানায় ফিরে যাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন বন কর্তারা। নতুন বছরের প্রথম সকালেই নিজের পুরনো ঠিকানায় ফিরেছে জিনাত। সূত্রের খবর, এই মুহূর্তে পুরোপুরি সুস্থ রয়েছে বাঘিনি। শীঘ্রই তাকে জঙ্গলে ছাড়ার পরিকল্পনা রয়েছে বন দফতরের।
জিনাত যদি আবার বাংলায় ঢোকে, তখন? টেলিফোনের ওপার থেকে একগাল হেসে বনমন্ত্রীর প্রতিক্রিয়া, "জঙ্গল তো ওদেরই! আমরা স্রেফ পাহারাদার মাত্র। বাঘিনির মন চাইলে আসবে, আমরা সরকারি আতিথেয়তা দেওয়ার চেষ্টা করব!"