শেষ আপডেট: 5th March 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: গত ডিসেম্বরে ৯৩টি ওষুধকে 'নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস' বলে জানিয়েছিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড (Central Drugs Standard Control Organisation)।
জানুয়ারিতে আরও ৫১টি ওষুধের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। মার্চে আরও ১৩৪টি ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠল। নামী ব্র্যান্ডের একাধিক ওষুধের পাশাপাশি এই তালিকায় রয়েছে একাধিক ইঞ্জেকশনও।
কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের পরীক্ষায় শতাধিক এই ওষুধগুলি গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে জনমানসে।
শহরবাসীর মতে, ওষুধও ভেজাল। তাহলে খাব কী? কীভাবেই বা বুঝবেন ওষুধটি ভেজাল কিনা? কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের দাবি, এজন্য তাদের কাছে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও নিয়মিত পরীক্ষা করা হয়। তারই ভিত্তিতে তিন দফায় ২৭৮টি ওষুধকে চিহ্নিত করা হয়েছে।
কী নেই এই ওষুধের তালিকায়? জানা যাচ্ছে, প্রেসারের ওষুধ থেকে প্যারাসিটামল, নার্ভ থেকে হার্টের অসুখের ওষুধ, ব্যাকটেরিয়া সংক্রমণের প্রতিরোধ থেকে সাধারণ স্যালাইন, খিঁচুনি কমানোর ওষুধ, ভিটামিন সি এর ঘাটতি থেকে খাদ্যনালীর সমস্যা সংক্রান্ত চিকিৎসা, পক্সের টিকা, প্রচলিত অ্যান্টিবায়োটিক সবই রয়েছে এই তালিকায়। এমনকী ব্যথা কমানো, লিভারের অসুখ, স্ত্রীরোগে ব্যবহৃত হওয়া ওষুধও রয়েছে এই তালিকায়।
প্রসঙ্গত বছরের শুরুতেই স্যালাইনের বিষক্রিয়ায় মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছিল। সম্প্রতি বর্ধমান মেডিক্যালেও স্যালাইন দেওয়ার পর সাত প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারই মধ্যে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের ওষুধ সংক্রান্ত রিপোর্ট ঘিরে জনমানসে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
এখন দেখার সংশ্লিষ্ট ওষুধ কোম্পানিগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড কী পদক্ষেপ করে।