Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ওমানে পরমাণু সংক্রান্ত বৈঠকের আগে ইজরায়েলের পাশে ট্রাম্প, ইরানকে কড়া বার্তানিউটাউনে পিয়ারলেসের নতুন প্রকল্প ‘ত্রয়ম’, এক ছাদের নীচে আবাসন, বাণিজ্যিক অফিস, শপিং সবকিছুপাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রেরকলকাতার এই শোরুমে পাওয়া যায় কাশ্মীরের ইউনিক সব শাড়িঅভিজিতের মুচমুচে চিকেন রোল, পুরোটাই ডিপ ফ্রায়েড
Appointment Letter

নিয়োগপত্র হাতে পেলেন প্রাথমিকের ৩২৮ জন চাকরিপ্রার্থী, কুণালের মধ্যস্থতায় উঠল অনশনও

মঙ্গলবার প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন দক্ষিণ ২৪ পরগনার আরও ৩২৮ জন চাকরিপ্রার্থী। আইনি জটে টানা দেড় দশক আটকে ছিল তাঁদের নিয়োগ।

 নিয়োগপত্র হাতে পেলেন প্রাথমিকের ৩২৮ জন চাকরিপ্রার্থী, কুণালের মধ্যস্থতায় উঠল অনশনও

শেষ আপডেট: 6 February 2024 19:05

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন দক্ষিণ ২৪ পরগনার আরও ৩২৮ জন চাকরিপ্রার্থী। আইনি জটে টানা দেড় দশক আটকে ছিল তাঁদের নিয়োগ।

মঙ্গলবার  দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক এক সাংবাদিক বৈঠক থেকে এই ৩২৮ জনের নিয়োগের কথা ঘোষণা করেন। এদিন থেকেই শুরু হয়েছে নিয়োগপত্র দেওয়ার কাজ।

সোমবার রাতেই এই নিয়োগের কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল জানিয়েছিলেন, "২০০৯ সালে বাম আমলের একটি প্যানেলের নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ইতিমধ্যে প্য়ানেলে নাম থাকা দেড় হাজার জন চাকরিতে যোগ দিয়েছেন। যাঁরা চাকরি না পেয়ে এখনও ডায়মন্ড হারবারে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে আন্দোলন করছিলেন, তাঁদের মধ্যে প্যানেলভুক্ত বাকি ৩২৮ জনও মঙ্গলবার চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন।"


এদিন ডায়মন্ড হারবারে গিয়েছিলেন কুণালও। সেখানে চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। বস্তুত, ৩২৮ জন এদিন নিয়োগপত্র হাতে পেলেও এর বাইরেও কিছু আন্দোলনকারী রয়েছেন। তাঁদের দাবি, আগেরবার যে ১ হাজার ৫০৬ জনের নিয়োগের কথা থাকলেও তাঁদের মধ্যে কয়েকজন চাকরিতে যোগ দেননি। ওই শূন্যপদগুলিতে যোগ্যতার নিরিখে পূরণ করার দাবি জানান আন্দোলনকারীরা। 

কুণাল বলেন, "চাকরিপ্রার্থীদের তাঁদের দাবির কথা লিখিতভাবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে জানাতে বলেছি। সংসদও বিষয়টির আইনি দিক খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে। এরপরই অনশন প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।"


ভিডিও স্টোরি