শেষ আপডেট: 24th September 2024 19:13
দ্য ওয়াল ব্যুরো: বিনিয়োগ করলেই টাকা ডবল! অল্প সময়েই মধ্যেই মোটা টাকা রিটার্ন মিলবে। এই দাবি করেই ৫৪ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছিল তিনজনের বিরুদ্ধে। তাঁদেরই হাওড়া এবং কলকাতা থেকে গ্রেফতার করেছে কলকাতার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের নাম অর্চিন্দ্র সুন্দর দীর্ঘাঙ্গী, বিশ্বজিৎ দত্ত এবং সুমন বর্মন।
পুলিশ জানিয়েছে, ভুয়ো একটি সংস্থা খুলে এই প্রতারণা চালাচ্ছিল অভিযুক্তরা। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে তাতে বহু মানুষকে যুক্ত করে নানা বিনিয়োগ সম্পর্কে ভুল তথ্য দিত তারা। এইভাবেই একজনকে বেশি টাকা রিটার্নের লোভ দেখিয়ে ৫৪ লক্ষ টাকা আদায় করে ধৃতরা। সেই টাকা একটি অ্যাকাউন্ট থেকে পরে তিনটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। শুধু তাই নয়, অল্প সময়েই মধ্যে সেই টাকা ওই তিনটি অ্যাকাউন্ট থেকে একাধিক অ্যাকাউন্টে ফেলে দেওয়া হয়।
যে সংস্থার নামে এই প্রতারণা করেছে অভিযুক্তরা সেই সংস্থাও পুরোপুরি ভুয়ো। তার লোগো থেকে শুরু করে, নথি, কাগজপত্র সবই জাল। এই প্রতারণার খবর পেয়েই কলকাতা এবং হাওড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সাইবার থানার পুলিশ।
প্রথমে কলকাতা থেকেই গ্রেফতার করা হয় অর্চিন্দ্র, বিশ্বজিৎকে, তারপর তাদের জেরা করে সন্ধান মেলে তৃতীয় জন সুমনের। তাকে গ্রেফতার করা হয়েছে হাওড়ার দাসপুর থেকে। ধৃতদের সকলেই হাওড়ার বাসিন্দা বলে জানা গেছে।
যে ভুয়ো সংস্থা তৈরি করা হয়েছিল তার অ্যাকাউন্টেই ৫৪ লক্ষ টাকা পাঠিয়েছিলেন প্রতারিত ব্যক্তি। এই সংস্থার যাবতীয় কাজ এই তিনজনই করতেন। পুলিশ তদন্ত করে এও জানতে পেরেছে, প্রতারকরা একটি ফোন নম্বরের সঙ্গেই অন্তত ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে রেখেছিল। সব অ্যাকাউন্টেই বেআইনি টাকা রয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।