কুম্ভমেলার নিখোঁজেরা-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 30th January 2025 17:45
দ্য ওয়াল ব্যুরো: যত সময় গড়াচ্ছে ততই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হওয়ার খবর মিলছে। মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন রানাঘাটের এক বধূ। নাম সুমিত্রা পাল। ৫৪ বছর বয়সি এই বধূর বাড়ি রানাঘাটের তালপুকুর পাড়া এলাকায়। গত ২৭ শে জানুয়ারি প্রতিবেশীদের সঙ্গে স্নান করতে প্রয়াগে গিয়েছিলেন ওই বধূ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে স্নান করতে গিয়েছিলেন। তারপর থেকে আর তাঁর খোঁজ মেলেনি। সুমিত্রার ছেলে সুমন পাল বলেন, "২৭ তারিখ শিয়ালদহ স্টেশন থেকে সঙ্গী সাথীদের নিয়ে মা মহাকুম্ভে রওনা দেন। বুধবার ভোরে স্নান করতে নেমেছিলেন। এরপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না। মায়ের সঙ্গী-সাথীরা প্রত্যেকেই ফিরে আসছেন। কিন্তু মায়ের খোঁজ দিতে পারছেন না। প্রশাসনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেও খোঁজ মিলছে না।" এই ঘটনায় রীতিমতো উদ্বেগে রয়েছেন তাঁরা।
মৌনী অমাবস্যায় কুম্ভে মহাস্নান করতে গিয়েছিলেন শিলিগুড়ির সমননগর ডিজে মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা পুতুল রায়। এলাকা থেকে যাওয়া ৫৪ জনের দলে ছিলেন তিনি। পুণ্যস্নানের এই তিথিতে পুণ্যার্থীদের ঢল এতটাই বেড়ে যায় যে স্নানের পরই ধাক্কাধাক্কি শুরু হয়। দলছুট হয়ে যান পুতুল। বাকিরা কোনও মতে একসঙ্গে হতে পারলেও ২৪ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ পুতুল।
মহাকুম্ভে গিয়ে নিখোঁজ জুনপুট কোস্টাল থানার ছোটবাঁধতলিয়ার বাসিন্দা প্রণবকুমার জানাও। ২৪ ঘণ্টা কেটে গেল খোঁজ নেই ৭৫ বছরের ওই বৃদ্ধের। উদ্বেগে ঘুম গিয়েছে পরিবারের সদস্যদের। বৃদ্ধের খোঁজে বৃহস্পতিবারই মহাকুম্ভের পথে রওনা দিয়েছেন তাঁর ছেলে আনন্দ জানা।