শেষ আপডেট: 20 August 2023 00:10
দ্য ওয়াল ব্যুরো: ছুরি নিয়ে চকিত হামলা এক আক্রমণকারীর। ঘটনায় আহত হয়েছেন তিনজন। শনিবার দুপুরে এই হামলার ঘটনাটি ঘটেছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের হলিউডে (Hollywood)। এই হামলার (machete attack) পর সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে অভিযুক্তর খোঁজ এখনও মেলেনি। শুরু হয়েছে তদন্ত।
সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টা নাগাদ হলিউডের হাইল্যান্ড অ্যাভিনিউ এবং রোমাইন স্ট্রিট এলাকার কাছে প্রথম হামলার খবর পায় পুলিশ। আহতদের মধ্যে দু’জন পুরুষ ও একজন মহিলা। এরমধ্যে ২৫ বছর বয়সি একজন যুবক বুকে গভীর আঘাত পেয়েছেন। অন্যদিকে মহিলাটির চোট লেগেছে মাথায়। সেই আঘাত বেশ গুরুতর বলেই জানিয়েছেন ডাক্তাররা।
অভিযুক্তের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। অভিযুক্ত হামলাকারী আহতদের পূর্ব পরিচিত নাকি একেবারেই অজ্ঞাত পরিচয় কেউ, তাও এখনও জানা যায়নি। এর পাশাপাশি ওই হামলাকারীর মানসিক অবস্থার কথাও ভাবাচ্ছে পুলিশকে। সে আদৌ মানসিক দিক থেকে সুস্থ কিনা তা জানা যায়নি।
৭ সদ্যোজাতকে খুন করল নার্স! ভারতীয় চিকিৎসকের বুদ্ধিতে হাড়হিম হত্যালীলার পর্দাফাঁস