Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভাইপোকে বেধড়ক মেরে স্ত্রীর সঙ্গে বিয়ে দিলেন কাকা! পরকীয়ার অভিযোগে শোরগোল বিহারেহাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনের
Asansol

আসানসোলে খনি এলাকায় ধসে চাপা পড়ে ৩ জনের মৃত্যু, পিএইচই-র পাইপ লাইনের কাজ করতে গিয়ে বিপত্তি

স্থানীয়দের অভিযোগ, এলাকায় অবৈধ কয়লাখনির জেরেই ধসে মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের। ঘটনার পর প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তবে ওই ঘটনার পরই আসানসোলের বিভিন্ন এলাকায় অবৈধ কয়লা খনির বিরুদ্ধে অভিযানে নামে জেলা পুলিশ।

আসানসোলে খনি এলাকায় ধসে চাপা পড়ে ৩ জনের মৃত্যু, পিএইচই-র পাইপ লাইনের কাজ করতে গিয়ে বিপত্তি

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 January 2025 10:21

দ্য ওয়াল ব্যুরো: পানীয় জলের পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত হল ৩ শ্রমিকের। গুরুতর জখম আরও একজন। আসানসোলের সালানপুর থানার ডালমিয়া এলাকার ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় অবৈধ কয়লাখনির জেরেই ধসে মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের। ঘটনার পর প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তবে ওই ঘটনার পরই আসানসোলের বিভিন্ন এলাকায় অবৈধ কয়লা খনির বিরুদ্ধে অভিযানে নামে জেলা পুলিশ।

খনি এলাকায় রাস্তার পাশে পিএইচই-র উদ্যোগে জলের পাইপ লাইন বসানোর কাজ চলছিল। সেজন্য মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই ধস নামে। তাতে তলিয়ে যান কয়েকজন শ্রমিক। স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু চারজনকে উদ্ধার করা যায়নি। পরে জেসিবি এনে তাদের উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রাজ্জাক শেখ (২২), রোহিত শেখ উদ্দিন শেখ (১৮),  সামসুল শেখ (২০) এবং নিতেশ পাশওয়ান(২৫)কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সেখানে তিনজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অপরজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে এঘটনা সামনে আসার পরই এদিন আসানসোল উত্তর থানার পুলিশ ভানোরা ওসিপি এলাকায় অবৈধ কয়লাখনিতে তল্লাশি অভিযান চালায়। ঘটনাস্থল থেকে কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করার পাশাপাশি অবৈধভাবে খনি খননের কাজও বন্ধ করেছে পুলিশ। তবে স্থানীয়দের বক্তব্য, আরও আগে অভিযান চালানো উচিত ছিল। তাহলে এভাবে তিনটে প্রাণ চেলে যেত না।


ভিডিও স্টোরি