শেষ আপডেট: 3rd April 2023 02:12
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনে (Train) সহযাত্রীর গায়ে আগুন (fire) ধরিয়ে দিল এক ব্যক্তি! তাতেই ১ বছর বয়সি একটি শিশু এবং এক মহিলা সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।
ভয়াবহ ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) কোঝিকোড়ে রবিবার রাতে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাত ৯টা ৪৫ নাগাদ কোঝিকোর পেরিয়ে কোরাপুঝা রেলব্রিজে উঠছিল আলাপ্পুঝা-কান্নুর এক্সিকিউটিভ এক্সপ্রেস ট্রেন। সেই সময় ট্রেনেরই এক যাত্রী তার সহযাত্রীর গায়ে দাহ্য কোন তরল পদার্থ ঢেলে হঠাৎ করে আগুন লাগিয়ে দেয়। ঘটনার জেরে পুরো কামরায় আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে জখম হন অন্তত ৮ জন।
ঘটনার পরেই ট্রেন থেকে নেমে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। অন্যদিকে, চেন টেনে ট্রেন দাঁড় করিয়ে দেন যাত্রীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ট্রেনটি যখন কান্নুর পৌঁছায়, কয়েকজন যাত্রী জানান যে এক মহিলা এবং একটি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক যাত্রী জানিয়েছেন, আহত অবস্থায় এক ব্যক্তি এক মহিলা ও একটি শিশুকে খুঁজে যাচ্ছিলেন। যাত্রীদের নিখোঁজ হওয়ার খবর পেতেই কান্নুর পুলিশ তল্লাশি শুরু করে। এরপরেই রেললাইনের উপর ওই মহিলা, ১ বছরের একটি শিশু এবং মধ্যবয়সি এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশের অনুমান, আগুন লাগার সময় তাঁরা ট্রেন থেকে নামার চেষ্টা করছিলেন অথবা পড়ে গিয়েছিলেন। তাতেই মৃত্যু হয়েছে ৩ জনের।
তদন্তকারীরা জানিয়েছেন, কোঝিকোড় মেডিকেল কলেজ সহ শহরের একাধিক হাসপাতাল মিলিয়ে মোট ৯ জন জখম যাত্রীকে ভর্তি করা হয়েছে। চিকিৎসার মাধ্যমে তাঁদের সুস্থ করে তোলার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে অভিযুক্তকে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কী কারণে সে সহযাত্রীর গায়ে আগুন লাগিয়ে দিল, তা এখনও স্পষ্ট নয়।
রাজুর সঙ্গে সেদিন ছিলেন লতিফও, সামনে এল ভিডিও! শক্তিগড় শ্যুটআউটের তদন্তে গড়া হল সিট