শেষ আপডেট: 19th June 2023 05:56
দ্য ওয়াল ব্যুরো: ৩টি শিশু নিখোঁজ ছিল শনিবার থেকে। ২৪ ঘণ্টা পর তাদের নিথর দেহ পাওয়া গেল একটি দামি এসইউভি গাড়ি থেকে। ভয়াবহ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মহারাষ্ট্রের নাগপুরে ফারুকনগরের বাসিন্দা ছিল তৌফিক ফিরোজ খান, আলিয়া ফিরোজ খান এবং আফরিন ইরশাদ খান নামে ওই তিন নাবালক। আলিয়া এবং আফরিন ছিল ৬ বছর বয়সি এবং তৌফিকের বয়স ৪ বছর। শনিবার বেলা ৩টের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাদের।
শনিবার সন্ধ্যায় ওই ৩ শিশুর পরিবারের লোকজন থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ খোঁজ চালাচ্ছিল ওই ৩ শিশুর। রবিবার, ২৪ ঘণ্টা পার করে ওই ৩ শিশুকে খুঁজে পাওয়া গেল মৃত অবস্থায়। গাড়িটি সেই মৃত নাবালকদের বাড়ির কাছেই দাঁড় করানো ছিল।
বন্ধ গাড়ির জানলা ভেঙে ওই ৩ শিশুর দেহ আবিস্কার করেন এক পুলিশ কর্মী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহগুলি। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
দিলীপ ঘোষের বুথে প্রার্থী দিতে পারল না বিজেপি! কাকে ভোট দেবেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি