Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা

রাফাল বিতর্ক, রাহুল-খোঁচার মাঝেই সার্জিকাল স্ট্রাইকের দ্বিতীয় ভিডিও প্রকাশ কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো:  দু’বছর আগে ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জমিতে থাকা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনার স্পেশাল ফোর্স। উরিতে সন্ত্রাস-হানার বদলা ও ভারতে একের পর এক নাশকতার জবাব দিতেই ভারতীয় বাহিনীর এই সার্জিক্যাল স্ট্রাইক

রাফাল বিতর্ক, রাহুল-খোঁচার মাঝেই সার্জিকাল স্ট্রাইকের দ্বিতীয় ভিডিও প্রকাশ কেন্দ্রের

শেষ আপডেট: 26 September 2018 13:00

দ্য ওয়াল ব্যুরো:  দু’বছর আগে ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জমিতে থাকা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনার স্পেশাল ফোর্স। উরিতে সন্ত্রাস-হানার বদলা ও ভারতে একের পর এক নাশকতার জবাব দিতেই ভারতীয় বাহিনীর এই সার্জিক্যাল স্ট্রাইক। জানিয়েছিল নয়াদিল্লি।আর ঠিক দু'দিন পরেই এই সার্জিকাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষপূর্তি। তার আগে বৃহস্পতিবার ভারতীয় সেনার এই বিশেষ অভিযানের ভিডিও প্রকাশ্যে আনল কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে খবর, এই ভিডিওতে দেখানো হয়েছে রাতের অন্ধকারে কী ভাবে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। ২০১৬ সালে উরিতে পাক হামলায় ১৯ জন ভারতীয় সেনা প্রাণ হারানোর পর ভারতীয় সেনাবাহিনী যে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গি ডেরাগুলিতে, মেজর জেনারেল কলিতা ছিলেন তার নেতৃত্বে। নিঃশব্দে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সাত জঙ্গি ঘাঁটিতে বিধ্বংসী আঘাত হেনেছিল ভারতীয় সেনা। তছনছ হয়ে গিয়েছিল লস্কর, হিজবুল আর জইশ-এর মোট ৭টি জঙ্গি শিবির। অপরিসীম দক্ষতায় নিখুঁত অভিযান চালিয়েছিল ভারতীয় সেনার স্পেশ্যাল ফোর্স। https://twitter.com/ANI/status/1045231995544952832 যদিও সার্জিকাল স্ট্রাইকের দাবি উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। ভারতীয় সেনার হামলার এই ধরনের নিন্দা করেছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ দেশেও সার্জিকাল স্ট্রাইকের প্রমাণ দাবি করেছিল কংগ্রেস, আপ-সহ একাধিক বিরোধী দল। তবে, সীমান্তে ক্রমবর্ধমান জঙ্গি কার্যকলাপের প্রভূত নিন্দা করে সুর চড়িয়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াতও। তিনি বলেছিলেন বাহুবল দেখাতে দু’বার ভাববে না ভারতীয় সেনাবাহিনী। প্রয়োজন হলে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি নির্মূল করতে আবার চালানো হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক। জুনে সার্জিকাল স্ট্রাইকের প্রথম ভিডিওটি প্রকাশ্যে এনেছিল কেন্দ্র। তার ঠিক চার মাস পরে দ্বিতীয় ভিডিওটি প্রকাশ্যে আনা হল। ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ-র ফেলা ‘রাফাল বোমা’-র বিস্ফোরণে এমনিতেই তাপ বেড়েছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে। রাফাল নিয়ে গত কয়েক দিন ধরেই রাহুলের নেতৃত্বে সরব কংগ্রেস ব্রিগেড। ওলাঁদের বিস্ফোরক মন্তব্যের পর মোদীকে আরও জোরাল ভাষায় তোপ দেগেছেন রাহুল গান্ধী।ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন নরেন্দ্র মোদী, এই ভাষাতেও  মোদীকে বিঁধেছেন রাহুল। রাহুলের কথায়, ‘‘মোদী-অম্বানী জুটির নেতৃত্বে ভারতীয় সেনার ওপর ১.৩ লক্ষ কোটি টাকার ‘সার্জিকাল হামলা’ চালানো হয়েছে। ভারতবর্ষের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে রাফাল চুক্তিতে।’’ তাই সব মিলিয়েই বেশ কিছু দিন ধরেই  দৃশ্যত চাপে ছিল মোদী সরকার। পর্যবেক্ষকদের মতে, এই সব কিছুর জবাব দিতে হয়ত ফের সার্জিকাল স্ট্রাইকের ভিডিও সামনে এনে বার্তা দিতে চাইছে মোদী সরকার। সার্জিকাল হামলা দিবসের আগেই তাই এই দ্বিতীয় ভিডিও সামনে আনার এত উদ্যোগ-আয়োজন।

ভিডিও স্টোরি