শেষ আপডেট: 27th January 2025 08:50
দ্য ওয়াল ব্যুরো: সোমবার এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলা শুনবে সুপ্রিম কোর্ট। জানা যাচ্ছে, এদিন দুপুরেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে।
এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির শেষ শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল।
প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছিলেন, কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হবে, না কি যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করা হবে তা বিবেচনা করা হবে। তিনি মন্তব্য করেন, 'যোগ্য-অযোগ্য বাছাই করা না-গেলে পুরো প্যানেল বাতিল বাতিল করতে হবে।' স্বভাবতই, এসএসসি যোগ্য অযোগ্যর কোনও তালিকা এদিন আদালতে জমা দেয় কিনা, তা নিয়েও কৌতূহল রয়েছে সব মহলে।
এর আগে চাকরি বাতিলের মামলাটি শুনেছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হওয়ার পরে মামলাটি প্রথম বার তাঁর এজলাসে ওঠে। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, পুরো প্যানেল, না কি কত বেআইনি চাকরি বাতিল হবে তা নিয়ে শুনানি হবে।
এরপরই ২০১৬ সালের ২২ এপ্রিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দিয়েছিল। তার ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশও শীর্ষ আদালতে মামলা করে। এরপরই হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এমন অবস্থায় সোমবার দেশের শীর্ষ আদালত কী রায় দেয়, সে দিকেই নজর থাকবে।