শেষ আপডেট: 27th August 2023 12:35
দ্য ওয়াল ব্যুরো: ছাত্র মৃত্যুর ঘটনার (jadavpur University Student Death) পর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির গাইডলাইন অনুযায়ী, কেন ক্যাম্পাস ও হস্টেলে সিসি ক্যামেরা নেই সেই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অবশেষে ক্যাম্পাস ও হস্টেল সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনা হচ্ছে। সূত্রের খবর, ক্যাম্পাস ও হস্টেল মিলিয়ে মোট ২৬টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে (26 CC Camera install)।
যাদবপুরে যে সিসি ক্যামেরা বসানো হবে, তা আগেই জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বুদ্ধদেব সাউ এব্যাপারে সিদ্ধান্ত নেন। তার আগেই অবশ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা কোথায় কোথায় বসানো যায়, সেই নিয়ে আলোচনা চলছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হস্টেল মিলিয়ে ১০ জায়গায় মোট ২৬টি সিসি ক্যামেরা বসবে। উপাচার্য জানিয়েছেন, আজ অর্থাৎ শনিবার থেকেই সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হবে।
ক্যাম্পাসের ১ থেকে ৫ নম্বর গেটে নজরদারি চালাতে ১০টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এছাড়াও গাড়ির নজরদারিতে ২টি এএনপিআর ক্যামেরা বসানো হবে। জানা গেছে, ১, ২ ও ৩ নম্বর গেটে ২টি করে সিসি ক্যামেরা বসানো হবে। ৪ ও ৫ নম্বর গেটে ২টি করে সিসি ক্যামেরার পাশাপাশি ১টি করে এএনপিআর ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও হস্টেলে ১১টি সিসি ক্যামেরা ও ৩টি এএনপিআর ক্যামেরা বসানো হচ্ছে। ছেলেদের মেন হস্টেলে ২টি সিসি ক্যামেরা ও একটি এএনপিআর ক্যামেরা বসানো হবে। মেয়েদের মেন হস্টেলে ৩টি সিসি ক্যামেরা বসবে। দ্বিতীয় ক্যাম্পাসের প্রধান গেট, ক্যাব গেটে ২টি করে সিসি ক্যামেরা ও একটি করে এএনপিআর ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাসের বয়েজ হস্টেলে ২টি সিসি ক্যামেরা বসানো হবে।
উপাচার্য জানিয়েছিলেন, সিসি ক্যামেরা বসানোর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিচার করে ক্যাম্পাসে 'স্ট্র্যাটেজিক পয়েন্ট' চিহ্নিত করা হয়েছিল। সেইসব স্ট্র্যাটেজিক পয়েন্টেই এবার সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির নির্দেশিকা অনুযায়ী ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর কথা। কিন্তু যাদবপুর কর্তৃপক্ষের দাবি, চেষ্টা করেও বসানো যায়নি এতদিন। বৈঠকে সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব উঠলেও তা নিয়ে আপত্তি ওঠে। তাই শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ছাত্র মৃত্যুর পর সেই সিসি ক্যামেরা বসানোয় তৎপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: যাদবপুর কাণ্ড: কর্তৃপক্ষের দ্বিতীয় রিপোর্টও অসন্তোষজনক! ফের চিঠি পাঠাল শিশু সুরক্ষা কমিশন