শেষ আপডেট: 6th January 2025 20:24
গোলাপ একটি সুন্দর ও জনপ্রিয় ফুল যা রঙ, গন্ধ এবং আকারে সকলের মন ভরিয়ে দেয়। গোলাপের মিষ্টি গন্ধ এবং ঝলমলে রঙ যে কারও মন আকর্ষণ করে। কিন্তু যদি একই বাগানে ২৫০ জাতের গোলাপ ফোটে, তাহলে কতটা সুন্দর লাগবে ভাবুন তো একবার। তুফানগঞ্জের কাশিয়াবাড়ির এলাকার দীনেশ ব্যাপারী। তাঁর বাড়ি ছাদ থেকে উঠোন, চারিদিকে শুধুই গোলাপ গাছের ছড়াছড়ি।
এই মুহূর্তে প্রায় দেড় থেকে দু'হাজার গোলাপের চারা রয়েছে তাঁর বাগানে। প্রতিদিন সেখানে ২৫০ জাতের গোলাপ ফোটে। দীর্ঘ ৩৫ বছর ধরে গোলাপ গাছের চারার ব্যবসা করছেন তিনি। প্রতিদিন সকালে থেকে নার্সারিতে গোলাপের চারার পরিচর্যা করেন দীনেশ।
সার, জল এবং মাটির সঠিক ব্যবহার করে দীনেশ গোলাপ গাছগুলিকে যত্ন সহকারে বড় করে তোলেন। তিনি জানান, বেশিরভাগ মানুষই গোলাপ গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতন নন বা তা করতে পারেন না। গোলাপ গাছ ভালভাবে বড় করার জন্য বিশেষ যত্ন এবং অভিজ্ঞতার প্রয়োজন, যা দীনেশের রয়েছে।
শীতের সময়ে গোলাপ গাছ ভালভাবে বেড়ে ওঠে এবং ফুলে ফুলে ভরে যায়। এই সময় অনেকেই তাঁর কাছ থেকে সুস্থ ও সুন্দর গোলাপ গাছ কিনে নিয়ে যান। দীনেশের যত্ন এবং অভিজ্ঞতার জন্যই তাঁর গোলাপ গাছগুলি এত জনপ্রিয়।