শেষ আপডেট: 20th November 2024 11:13
দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জয়শ্রী দাস। সত্যজিৎবাবুর মৃত্যুর পর তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট পেয়েছিল পুলিশ। সেই সূত্রেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন সত্যজিৎবাবু। শনিবার তাঁর দেহ উদ্ধার হয়। তারপরেই অভিযোগ উঠেছিল এক মহিলা দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করাতেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। ওইদিন সকালে তিনতলা বাড়ির চিলেকোঠা থেকে সত্যজিৎবাবুর দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দীর্ঘ চিঠি উদ্ধার করে।
সত্যজিৎবাবুর ছেলে সার্থক বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর বাবার নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন তা নিয়ে ‘সুইসাইড নোটে’ বিস্তারিত লিখেছেন। ওই চিঠিতে যে চারজনের নাম উল্লেখ ছিল, তাদের মধ্যে দু’জনকে তাঁরা চিনতেন। এই চার জনকে জেরাও করেন তদন্তকারীরা। তারপরেই নোয়াপাড়া থানার পুলিশ জয়শ্রীকে প্রথমে আটক করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়।
উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের অস্বাভাবিক মৃত্যুতে এখনও পর্যন্ত আত্মহত্যার তত্ত্বই জোরদার হচ্ছে। রাজনৈতিক কোনও কারণও এখনও সামনে আসেনি। প্রথম থেকেই আত্মহত্যার নেপথ্যে একটি ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের তথ্য উঠে আসছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই তত্ত্বই জোরদার হচ্ছে। পুলিশ জানিয়েছে চারজনকে জিজ্ঞাসাবাদের পর একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ব্যাপারেও খোঁজখবর করা হচ্ছে।