শেষ আপডেট: 11th January 2025 20:47
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে গুলি করলেন স্বামী। একবার, দু'বার না, পর পর তিন রাউন্ড গুলি চলল চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে নৈহাটির হাসপাতালে ভর্তি করানো হয়। জানা যাচ্ছে, মহিলার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
নৈহাটির শিবদাসপুর থানার রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা মহেন্দ্রপ্রতাপ ঘোষ। কয়েক বছর আগেই তাঁর সঙ্গে চন্দ্রলেখা নামে এই মহিলার বিয়ে হয়।
শনিবার বিকেলে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় চন্দ্রলেখাকে। তারপরই শিবদাসপুর থানায় খবর দেয় প্রতিবেশীরা। প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, পারিবারিক অশান্তির কারণেই মহেন্দ্রপ্রতাপ তাঁর স্ত্রীকে গুলি করে থাকতে পারেন।
দু'জনের মধ্যে অশান্তির কারণ কী ছিল তা এখনও জানা যায়নি। তদন্তকারীরা এও খতিয়ে দেখছে যে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না।
জানা গিয়েছে, মহেন্দ্রর পরিবারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা নাকি মুখ খুলতে রাজি হয়নি। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।