শেষ আপডেট: 13th August 2024 20:59
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পড়াশোনা করে না। বন্ধুদের সঙ্গে শুধুই লেগে থাকে ঝগড়া। তাই ছেলেকে বকাবকি করেছিলেন বাবা-মা। পরে আম বাগানে পাওয়া গেছে ১২ বছরের ছেলে ঝুলন্ত দেহ। মাছে জাল নিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের আটপুকুর গ্রাম পঞ্চায়েতের বিহারী গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম আসাদুল মোল্লা। সে আটপুকুর বিহারী হাই-মাদ্রাসা স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। কিশোরের কাকা মনিরুল মোল্লা জানিয়েছেন, সোমবার বন্ধুদের সঙ্গে মারপিঠ করেছিল আসাদুল।সেই খবর তার বাবা-মা জানতে পেরেছিলেন। তাই তাঁরা ছেলেকে শাসন করেন। রাতে ঠাকুরদার পাশে ঘুমিয়ে ছিল আসাদুল। পরে মাছের জাল দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানের চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। আত্মীয়দের অনুমান, মা-বাবার উপর অভিমান করে সে আত্মঘাতী হয়েছে।
খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই কিশোরের দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়।
জানা গেছে আসাদুল বাবা-মায়ের একমাত্র সন্তান। কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে শোকার্ত গোটা গ্রাম।