শেষ আপডেট: 30th September 2024 19:02
দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সাগর দত্ত মেডিক্যাল কলেজের ডাক্তার ও নার্সদের মারধরের ঘটনায় দুই অভিযুক্ত সোমবার কামারহাটি থানায় এসে আত্মসমর্পণ করেন। গ্রেফতার করা হয়েছে তাঁদের।
শুক্রবার রাতে সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুমুল অশান্তি সৃষ্টি হয়। কর্তব্যরত এক জুনিয়র ডাক্তারকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে। ওই রাতেই ঘটনাস্থল থেকে আটক করা হয়েছিল চারজনকে। জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় তাদের। সোমবার দুজনকে গ্রেফতারের পর এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৬।
শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় শুক্রবার রঞ্জনা সাউ নামে এক মহিলাকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরেই মৃতার পরিবারের লোকজন হাসপাতালের ডাক্তার ও নার্সদের উপর চড়াও হয়। তাঁদের অভিযোগ, হাসপাতালে আনার পরেও রোগীর কোনওরকম চিকিৎসা করা হয়নি। তাই বাঁচানো যায়নি তাঁকে। বিক্ষোভকারীদের হামলায় জখম হন ডাক্তার ও নার্স-সহ ছ'জন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেন। তাঁরা অভিযোগ করেন, আরজি কর কাণ্ড নিয়ে একদিকে যখন জুনিয়র ডাক্তাররা ক্রমাগত আন্দোলন করছেন সেই সময়ই কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে 'আরজি কর করে দেওয়ার' হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে। জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন হাসপাতালের অধ্যক্ষও। যদিও তিনি কাজে ফেরার বার্তাও দেন কর্মবিরতিতে সামিল জুনিয়র ডাক্তারদের।
ঘটনার পর থেকেই সাগর দত্ত মেডিক্যালে নিরাপত্তায় জোর দিয়েছে প্রশাসন। নতুন সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। সোমবার হাসপাতাল পরিদর্শন করেন পদস্থ পুলিশ কর্তারা। বিকেল ৫টার পর থেকে হাসপাতালে রোগীর আত্মীয়দের প্রবেশের উপর রাশ টানা হয়েছে।