শেষ আপডেট: 7th August 2024 19:16
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বন্ধ আমদানি রফতানি। সীমান্তে নষ্ট হল ৫০ লক্ষ টাকার মাছ। ওড়িশার চিল্কা থেকে সমুদ্রের মাছ নিয়ে সোমবার সকাল ৭টা নাগাদ পেট্রাপোলে এসে পৌঁছেছিল চারটি ট্রাক। কাস্টমসের ক্লিয়ারেন্স না পাওয়ায় পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাকগুলি। দুটি ট্রাকের মাছ ইতিমধ্যেই পচতে শুরু করেছে।
দুটি ট্রাকের চালকই জানান, সোমবার থেকে টানা তিনদিন একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। বুঝতে পারছেন দুটি ট্রাকের মাছই খারাপ হয়ে গেছে। তাতেই ক্ষতির পরিমান ৫০ লক্ষ টাকা। বাকি দুটি ট্রাকের মাছও খারাপ হয়ে গেলে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোরালো হওয়ার পর থেকেই বারবার ব্যাহত হচ্ছে সীমান্ত বাণিজ্য। শনিবার থেকে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। সীমান্ত বাণিজ্যেও এর বিরূপ প্রভাব পড়ে। বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে মঙ্গলবার সকাল এগারোটা কুড়ি থেকে কিছু ট্রাক চলাচল শুরু হয়েছিল। বিকাল চারটে পর্যন্ত প্রায় দেড়শো মতো ট্রাক বাংলাদেশে গেছে। বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে তিন চারটি ট্রাক। চারটের পর থেকে ঘোজাডাঙা সীমান্তের চেকপোস্টের গেট বন্ধ করে দেয় বিএসএফ। তারফলে পেট্রাপোলের মতো ঘোজাডাঙাতেও ট্রাকের সারি। শিকেয় উঠেছে পণ্য পরিবহণ।
গত কয়েকদিন ধরে শুধু মাছ নয়, নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার সবজি-ফল। ব্যবসায়ীদের মাথায় হাত। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন দু-পারের ব্যবসায়ীরা।