সোনারপুর মহাবিদ্যালয় ও অভিযুক্ত ইউনিট প্রেসিডেন্ট
শেষ আপডেট: 6th December 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: নবীন বরণ অনুষ্ঠানের জন্য পড়ুয়াদের দেওয়া টাকা তছরুপ করার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্টের বিরুদ্ধে। অভিযুক্তের নাম শুভজিৎ ঘোষ (বুড়ো)। শুধু তাই নয়, অভিযোগ কলেজ পাশ করে গেলেও এখনও তিনি এই পদে রয়েছেন। বহিরাগত কলেজের গভর্নিং বডির মিটিংয়ে অবাধ বিচরণ করছেন।
সোনারপুর মহাবিদ্যালয় কলেজেরই সভাপতি সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অরুন্ধতী মৈত্র। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান পল্লব কুমার দাস এবং রাজপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম ভট্টাচার্য।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ সবার নজরে থেকেও কীভাবে 'বহিরাগত' বুড়ো নবীন বরণ অনুষ্ঠানের জন্য প্রদেয় টাকা তছরুপ করতে পারেন? পড়ুয়াদের মতে ওই অর্থের আনুমানিক পরিমাণ প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকা।
পড়ুয়াদের কথায়, 'অতীতে যখন প্রাক্তন বিধায়ক তথা প্রখ্যাত ইতিহাসবিদ জীবন মুখোপাধ্যায় গভর্নিং বডির সভাপতি ছিলেন, তখন এই ধরনের ঘটনা কখনও ঘটেনি। তাঁকে জোর করে না জানিয়েই সড়িয়ে দিয়ে নিজেরা গভর্নিং বডিতে জায়গা পাকা করেন।
ছাত্রদের অভিযোগ, জীবন মুখোপাধ্যায় ঘটনার প্রতিবাদ করায় বর্তমান বিধায়ক অরুন্ধতী মৈত্র ১৫ লক্ষ টাকার মানহানির মামলা করেন তাঁর বিরুদ্ধে। সেই অপমানের ফলে জীবনবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়।
জানা যাচ্ছে, সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোনারপুর থানায় অভিযুক্ত বুড়ো ওরফে শুভজিৎ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা।