শেষ আপডেট: 6th February 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সাবওয়ে নির্মাণ ও অতিরিক্ত টিকিট কাউন্টারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছিল যাত্রী বিক্ষোভ। বেলা পৌনে বারোটা নাগাদ দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেললাইনের উপর এই বিক্ষোভ যখন তুঙ্গে, তখন আচমকাই লাইন ধরে এগিয়ে আসতে দেখা যায় আপ বারাসত লোকালকে। অভিযোগ, তার আগেই গেট পড়ে যায় লেবেল ক্রসিংয়েরও।
যে লাইনে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা, সেই লাইনে ট্রেন আসতে দেখে হতবিহ্বল হয়ে পড়েন আন্দোলনকারীরা। তবে কিছুটা এগিয়ে আসার পরে ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আন্দোলনকারীদের বক্তব্য, চালকের তৎপরতায় এদিন প্রাণে বেঁচেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, অনেক দিন আগে থেকেই এদিনের কর্মসূচি সম্পর্কে রেলকে জানানো হয়েছিল। তারপরেও কী করে এই লাইনে ট্রেন চলে এল তা বুঝতে পারছেন না তাঁরা। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন আন্দোলনকারীরা। তাঁরা বলেন, "আজকে যে সাবওয়ে ও টিকিট কাউন্টারের দাবিতে আন্দোলন হবে, তা রেলকে আগে থেকেই জানানো হয়। তারপরেও কী করে এমন ঘটনা ঘটল। কারও প্রাণহানি হলে কে এর দায় নিত!"
সাবওয়ে নির্মাণ ও অতিরিক্ত টিকিট কাউন্টারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শিয়ালদহ বনগাঁ শাখার দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশনে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। বিক্ষোভ চলাকালীন শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা-হাসনাবাদ শাখায় আপ ও ডাউন লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও সাবওয়ে নির্মাণ হয়নি। ফলে জীবন হাতে নিয়ে লাইন পারাপার করতে হয় স্থানীয় মানুষ এবং নিত্যযাত্রীদের। প্রায় দুর্ঘটনা ঘটে। আন্দোলন চলাকালীন লাইনে ট্রেন এসে পড়ায় বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। পরে রেল পুলিশ অবস্থা সামাল দেয়।