শেষ আপডেট: 22nd October 2024 14:12
দ্য ওয়াল ব্যুরো, ভাঙড়: চায়ের দোকান থেকে উদ্ধার হল গলাকাটা দেহ। ওই ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে বলে দাবি। এই ঘটনা ঘিরে মঙ্গলবার সকালে শোরগোল পড়ে যায় ভাঙড়ের শাকশহর এলাকায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, মৃতের নাম জব্বার মোল্লা। বছর ৫৫ জব্বর ওই দোকানের মালিক। রাতে বেশিরভাগ দিন দোকানেই তিনি থাকতেন। সকালে প্রতিদিনই দোকান খুলতেন জব্বার। কিন্তু বেলা গড়িয়ে গেলেও তিনি দোকান খোলেননি। পরে তাঁর ছেলে দোকান খুলতেই আঁতকে ওঠেন। দেখেন, জব্বার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তাঁর গলা ও পুরুষাঙ্গ কাটা। তাছাড়াও গোটা শরীরের একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। কোনও ধারালো অস্ত্র দিয়ে জব্বারকে কোপানো হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন তৃণমূল নেতা শওকত মোল্লাও। তিনি বলেন, "এই ব্যক্তির তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। দলের প্রতিটি মিটিং মিছিলে তাঁকে দেখা যেত। খুবই গরিব মানুষ। চায়ের দোকান চালিয়ে সংসার খরচ জোগাতেন। তাঁকে কে বা কারা এমন নৃশংসভাবে গলা ও পুরুষাঙ্গ কেটে খুন করল, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। কলকাতা পুলিশের উপর আমাদের আস্থা রয়েছে। তারা অপরাধীকে খুঁজে বের করবে।"
খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে জড়ো হয়েছিলেন। পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে খুনের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই ঘটনার নেপথ্যে কোনও রাজনীতি জড়িয়ে আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।