শেষ আপডেট: 1st November 2024 12:05
দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কালীপুজোর রাতে উত্তর ২৪ পরগনায় চরমে উঠল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হাড়োয়ায় একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে আক্রান্ত হলেন মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল। বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে মারধরের ঘটনায় অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূলের কর্মী বলে অভিযোগ। একই দিনে সন্দেশখালিতে আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। বিধায়কের অভিযোগের ভিত্তিতে যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা তৃণমূল নেতা বলেই সূত্রের খবর। তারা বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে জানা গেছে।
অভিযোগ, বৃহস্পতিবার রাতে কালীপুজোর উদ্বোধন সেরে যখন বাড়ির দিকে ফিরছিলেন সুকুমারবাবু তখন এই হামলার ঘটনা ঘটে। বিধায়ককে বাঁচাতে গিয়ে তাঁর ৪ জন অনুগামী জখম হন বলে জানা গেছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বিধায়ক সুকুমার মাহাতো জানিয়েছেন, ন্যাজাটে একটি কালীপুজোর উদ্বোধন সেরে অনুগামীদের নিয়ে ফিরছিলেন তিনি। দলের ব্লক সভাপতিও তাঁর সঙ্গে ছিলেন। খানিকটা পথ আসার পরেই কয়েকজন দুষ্কৃতী তাদের বাইক নিয়ে তাঁদের গাড়ির সামনে চলে আসে। গাড়ি ভাঙচুর করা হয়। মারধরও করা হয়। তাঁর অভিযোগ, দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তারা। হাটগাছি পঞ্চায়েতের উপপ্রধান শেখ শাহজাহান ঘনিষ্ঠ আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বিধায়ক।
তবে আব্দুল কাদের মোল্লার দাবি, বিধায়ক আইসিডিএস-এর হেল্পারের প্রোমোশন দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। তারপর কাজ না হওয়ায় অনেকেই বিধায়কের অফিসে গিয়েছিলেন। তাঁদের তাড়িয়ে দেওয়া হয়। সেই ক্ষোভেই গাড়ি ভাঙচুর হয়। তাঁর কথায়, ওরা কথা বলতে গেলে উনি গাড়ির কাচ নামাননি। তখনই হামলা চালানো হয়।”