শেষ আপডেট: 9th December 2024 00:09
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ চব্বিশ পরগণার কুলপিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ। নিহত পঞ্চায়েত নেতার নাম নুর উদ্দিন হালদার। কুলপির দৌলতপুরের বাসিন্দা তিনি। রবিবার আনুমানিক সন্ধ্যে আটটা নাগাদ নামাজ পড়তে মসজিদে আসছিলেন গাজিপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তখনই তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে পঞ্চায়েত সদস্যকে খুনের পর দুষ্কৃতীরা এলাকায় ব্যাপক বোমাবাজি করে। জানা গেছে, এদিন রাতে বাড়ির কাছেই তৃণমূল পঞ্চায়েত সদস্য নুর উদ্দিন নামাজ পড়তে যাচ্ছিলেন। সেই সময়ে দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে।
যদিও তৃণমূল নেতাকে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর।
নিহত পঞ্চায়েত সদস্যের বউমা বলেন, ‘আমার শ্বশুরমশাই নামাজ পড়তে গিয়েছিলেন। মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর তাঁর এমন অবস্থা হয়েছে। কে বা কারা এমন কাজ করেছে আমরা জানি না। দোষীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিক পুলিশ।’
এদিকে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা থেকে বেশ কিছু বোমা উদ্ধার করে বলে খবর। ঘটনার প্রতিবাদে কুলপি থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখান সংখ্যালঘু সেলের সভাপতি ও তাঁর অনুগামীরা। যদিও পরে পুলিশ আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, ‘গ্রামের কোনও বিবাদে জড়িয়ে পড়েছিলেন ওই নেতা। সে কারণেই এই খুন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।’ তবে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় এলাকা থমথমে রয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।