শেষ আপডেট: 29th October 2024 17:34
দ্য় ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মন্ত্রী বঙ্কিম হাজরা ও সাংসদ প্রতিমা মণ্ডলের সামনেই ক্ষোভ উগরে দেন তৃণমূল কর্মীদের একাংশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোসাবা ব্লকের বিডিও অফিস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোসাবা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠককে এসেছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ প্রতিমা মণ্ডল। তাঁরা বিডিও অফিসে ঢুকতে গেলে গেটের সামনেই ক্ষোভ উগরে দেন তৃণমূল কর্মীদের একাংশ। কর্মীদের একাংশের অভিযোগ, স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডল দুর্নীতিগ্রস্ত। তাঁর বিরুদ্ধে দল পদক্ষেপ নিক।
স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, বিধায়ক বিকাশ মণ্ডল উন্নয়নের নাম টাকা তুলে কাজ করছেন না। তাঁর বিরুদ্ধে আবাস যোজনার টাকা তছরুপের অভিযোগও আনেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। এদিকে বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করতে ধমক দিতে দেখা যায় বঙ্কিম হাজরাকে। দেখা কর্মীদের উদ্দেশে বঙ্কিমবাবু বলেন, "একটাও যদি বাজে কথা বলেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
এই সময়ে প্রতিমা মণ্ডলও সরব হন। কর্মীদের তিনি বলেন, এইভাবে বিক্ষোভ দেখিয়ে দলকে টেনে নীচে নামাচ্ছেন কেন? তিনি আরও বলেন, "দোষী প্রমাণিত হলে দল অবশ্যই ব্যবস্থা নেবে।" এদিন বঙ্কিম হাজরা, প্রতিমা মণ্ডলের সঙ্গে অভিযুক্ত বিধায়ক সুব্রত মণ্ডলও ছিলেন।
আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভ। মঙ্গলবার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘিও গ্রামবাসীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বিডিও অফিস ঘেরাও করেন তাঁরা। নামের তালিকায় গরমিল ও স্বজনপোষণের অভিযোগ এনেছেন গ্রামের বাসিন্দারা।