শেষ আপডেট: 10th February 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: ফের বাঘের আতঙ্কে কাঁপছে মৈপীঠ! দিন কয়েক ধরে আতঙ্ক ছড়ানোর পরে এবার বনকর্মীর গায়ে আচমকা ঝাঁপ মেরেছে সে। বাঘে-মানুষে রীতিমতো লড়াইয়ের পরে কোনও রকে প্রাণে বেঁচেছেন তিনি। কিশোরী মোহনপুর গ্রামের এই ঘটনায় চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, রবিবার রাত থেকেই লোকালয়ে ফের ঢুকে পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের পায়ের ছাপ দেখে আগেই সতর্ক হয়েছিল বন দফতর। রাতে জালও পেতে রাখা হয় তাকে ধরার জন্য।
এর পরে আজ সকালে, বন দফতরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসের বনকর্মীরা বাঘের খোঁজে বের হন। সেই সময়েই সর্ষের খেতের ভিতর থেকে আচমকা বেরিয়ে আসে বাঘটি। মুহূর্তের মধ্যে বনকর্মীদের সামনে এসে পড়ে সে। তারপর সোজা ঝাঁপিয়ে পড়ে এক বনকর্মী গণেশ শ্যামলের ঘাড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সহকর্মীরা লাঠি দিয়ে মেরে মেরেও বাঘটিকে সরাতে পারছিলেন না। ভয়ঙ্কর আঁচড়-কামড়ে সে আঁকড়ে ধরে রেখেছিল গণেশবাবুকে। বহু চেষ্টার পর কোনওক্রমে তাঁকে উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গে কুলতলির ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা সংকটজনক।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই গ্রামে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খোলা মাঠে হঠাৎ বাঘ এসে যাওয়া, তার উপর বনকর্মীর উপর সরাসরি হামলা— এসব মিলে আতঙ্ক চরমে পৌঁছেছে। বনকর্মীদের মতে, বাঘটিকে নিয়ন্ত্রণে আনা খুব সহজ হবে না। খোলা মাঠে ঘুরে বেড়ানোর কারণে, তাকে ধরার একমাত্র উপায় ঘুমপাড়ানি গুলি ব্যবহার করা। তবে সেটি করতে সময় লাগবে। আর ততক্ষণে যদি বাঘটি আরও আক্রমণ চালায়, তাহলে পরিস্থিতি ভয়াবহতর হয়ে উঠতে পারে। আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম।