শেষ আপডেট: 19th October 2024 18:48
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ন্যায় বিচার যাত্রার সূচনা করলেন নির্যাতিতার বাবা-মা। বললেন, "আমাদের মেয়ের জন্য এঁরা কষ্ট করছেন এবং আমাদের দাবি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এটা একটা শুভ ইঙ্গিত।"
শনিবার আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে পানিহাটি এইচবি টাউন মোড় থেকে কলেজ স্কোয়্যার পর্যন্ত ন্যায় বিচার যাত্রার ডাক দেওয়া হয়। পানিহাটির এইচবি টাউন মোড়ে এই যাত্রার সূচনা করেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা বলেন, "বিচারের আশায় আমাদের আরও ধৈর্য ধরতে হবে। সিবিআই ও শীর্ষ আদালত সকলেই বলছে ধৈর্য ধরতে হবে এবং সিবিআইয়ের উপরেও আমাদের আস্থা রাখতে হচ্ছে কারণ সিবিআই কাজ করছে। এই ঘটনায় অন্য যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে সিবিআই।"
নির্যাতিতার বিচার চেয়ে আমরণ অনশনে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই বিষয়টি নিয়ে যে তাঁরা উদ্বিগ্ন বুঝিয়ে দিলেন তাও। নির্যাতিতার বাবা বলেন, "অনশন একটা শেষ অস্ত্র। অনশন মানে মৃত্যু। আমরা কখনওই চাইনি এটা। আমরা জুনিয়র ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তারা যেন হাসপাতালে ভর্তি হয়।" মা বলেন "মুখ্যমন্ত্রী যেন আলোচনা করে এই অচলাবস্থা কাটিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করেন। আমার খুব খারাপ লাগছে। আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হলে একটু নিশ্চিন্ত হব।"
একইসঙ্গে তাঁরা এও বলেন, "আমাদের মেয়ের বিচার এখনও অধরা। আমার মেয়ের সঙ্গে কী ঘটেছিল সেটা এখনও আমরা জানি না। তাই আন্দোলন তো করতেই হবে।"
শুক্রবারই জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন সোদপুর থেকে ধর্মতলা অবধি প্রায় ১৯ কিলোমিটার রাস্তায় ন্যায়বিচার যাত্রা ‘রিলে পদ্ধতি’তে এগোবে। এভাবেই ধর্মতলার অনশন মঞ্চে এসে পৌঁছবে এই যাত্রা। এদিনের মিছিলে জুনিয়র ডাক্তাররা যেমন রয়েছেন, তেমনই পা মিলিয়েছেন সাধারণ মানুষও।