শেষ আপডেট: 2nd December 2024 16:10
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক অত্যাচার একেবারেই বরদাস্ত করা হবে না। আগামী সপ্তাহের মধ্যে নিঃশর্তমুক্তি দিতে হবে ইসকনের সাধু চিন্ময়কৃষ্ণ দাস-সহ সমস্ত সন্ন্যাসীদের। না হলে ইউনুস সরকারকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার বনগাঁয় ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে এক প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু। সেখানেই তিনি মনে করিয়ে দেন, ‘ওপারের ইউনুস যা, এপারের মমতাও তাই। হিন্দুদের সম্মান নষ্ট করতে যা করার সবকিছুই করছেন।’
শুভেন্দু এদিনের সভা থেকে পরিষ্কার জানান, ‘আজ ট্রেলার দেখালাম, আগামী সপ্তাহে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে বা প্রভু মুক্তি না পেলে পাঁচ দিনের জন্য সীমান্তবর্তী এলাকায় বানিজ্য বন্ধ করে দেওয়া হবে। যার জেরে বাংলাদেশের আলু, পেঁয়াজ খাওয়া ভুলে যেতে হবে। জাতি সংঘের কাছে অনুরোধ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে।’
যদিও বিজেপির তরফে জানানো হয়েছে সনাতনী ঐক্য পরিষদ এদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিন সকাল থেকেই সীমান্তে দু’দেশের যাতায়াত এবং বানিজ্য ব্যাহত হয়। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, সেই মতোই পেট্রোপোল সীমান্তে সোমবার সকাল ৬টা থেকে বানিজ্য বন্ধ আছে যা মঙ্গলবার সকাল ৬টা অবধি কার্যকর থাকবে।’
হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের কারণ হিসাবে এদিন একদিকে যেমন বাংলাদেশের ইউনুস সরকারকে কাঠগড়ায় তোলা হয়েছে তেমনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এখাত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘কলকাতা থেকে একদিনে যা আবর্জনা বেরোয় বাংলাদেশে তা ফেলে দিয়ে এলে ইউনুস ঢাকা পড়ে যাবেন।’
পাশাপাশি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের রাজনীতিকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘লড়াই সবে শুরু। হিন্দুদের এবার একজোট হওয়ার সময় এসে গেছে। আপনারা এক হোন, সনাতনীদের রক্ষা করতে আমাদের এক হওয়ার সময় এসেছে।’
এদিন শুভেন্দু বারবার মনে করিয়ে দেন, সবার প্রথমেই যেটা করতে হবে, তা হল বাংলা থেকে রোহিঙ্গাদের খুঁজে বের করে চুলের মুঠি ধরে বের করে দিতে হবে। তাহলেই বাংলায় শান্তি ফিরবে।