শেষ আপডেট: 16th July 2024 14:07
দ্য ওয়াল ব্যুরো: চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ভাঙচুর করা হল গড়িয়ায় একটি বেসরকারি নার্সিং কলেজ। কলেজের মালিকের বিরুদ্ধে পড়ুয়ারা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই কলেজের প্রধান মানিকলাল জানাকে আটক করেছে পুলিশ।
নার্সিং কলেজটির পড়ুয়াদের অভিযোগ, লক্ষাধিক টাকা দিয়ে এই কলেজে ভর্তি হয়েছিলেন তাঁরা। নার্সিং শিখে চাকরি করবেন, এমনটাই ছিল স্বপ্ন। ক্লাস হয়েছে, পরীক্ষাও হয়েছে। কিন্তু পরীক্ষার পরে কোনও শংসাপত্র দিচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এখন তাঁরা টাকা ফেরত চাইছেন। কিন্তু টাকা ফেরাতেও নারাজ কলেজ কর্তৃপক্ষ।
পরীক্ষার্থীদের আরও অভিযোগ, তাঁদের মাধ্য়মিক ও উচ্চ মাধ্যমিকের আসল সার্টিফিকেটগুলি চেয়ে নিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ। সেগুলিও আর তাঁরা ফেরত দিচ্ছেন না। বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনেক কষ্টে জোগাড় করা লক্ষাধিক টাকার ক্ষতি তো হয়েইছে, এখন সারা জীবনের সম্বল নিজেদের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের শংসাপত্রগুলি কীভাবে উদ্ধার করা যাবে তা ভেবে রাতের ঘুম গিয়েছে তাদের।
এক পড়ুয়া বলেন, "যতবারই আমাদের সার্টিফিকেটগুলি ফেরত চেয়েছি, ততবারই কলেজ কর্তৃপক্ষ বলেছে, সেগুলি বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে। এখানেও দু বছর ক্লাস করার পরে কোনও সার্টিফিকেট দেওয়া হল না। তাই চাকরি পাওয়ার তো প্রশ্নই নেই, অন্য কোথাও যে আবার পড়াশোনার জন্য ভর্তি হব, সেই উপায়ও নেই।"
কলেজের প্রধান অবশ্য পড়ুয়াদের টাকা ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। দাবি করেছেন অনেককেই টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, "যাঁরা পুরো কোর্স না করেই কলেজ ছেড়ে দিতে চাইছেন,তাঁদের সবাইকে টাকা ফেরত দেওয়া হবে।"