শেষ আপডেট: 25 February 2025 19:24
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: চতুর্থ শ্রেণি ছাত্রকে জুতো দিয়ে মারধরের অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় নৈহাটিতে।
নৈহাটি থানার অন্তর্গত শিবনাথ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শ্রীপতি মণ্ডল। সূত্রের খবর, স্কুলেরই চতুর্থ শ্রেণির ছাত্র সুদীপ পালকে জুতো দিয়ে বেধড়ক মারধর করেছেন তিনি। লাথিও মেরেছেন। প্রচণ্ড মার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর।
সুদীপের দাদা জানান, বাড়িতে বসে তিনি খবর পান ভাই স্কুলে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে স্কুলে গিয়ে জানতে পারেন দরজা বন্ধ করে স্কুলে খেলছিল তার ভাই। দরজা না খোলায় স্কুলের প্রধান শিক্ষক তাকে জুতো দিয়ে মারে। পাশাপাশি লাথি, ঘুষি ও চড় মারে।
এই ঘটনা জানাজানি হতেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান,তিনি এই ধরনের ঘটনার জন্য লজ্জিত। ক্ষমা প্রার্থনা করছেন। তবে শালীনতার সীমা টপকে তিনি ওই ছাত্রকে গালিগালাজ করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা তিনি অস্বীকার করেছেন।