সালিশি সভায় ডেকে মহিলার উপর অকথ্য নির্যাতন
শেষ আপডেট: 16th July 2024 16:04
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: চোপড়ার পর এবার সোনারপুর। সালিশি সভায় মহিলার পায়ে শিকল বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠল। অভিযুক্ত জামালউদ্দিন সর্দার পরিচিত তৃণমূল কর্মী বলে অভিযোগ।
ওই মহিলা অভিযোগ করেন, পারিবারিক বিবাদ মেটানোর জন্য জামালের বাড়িতে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে ও তাঁর স্বামীকে। কিন্তু তাঁর কথা শোনার আগেই শিকল দিয়ে বেঁধে ফেলা হয় তাঁর পা। এরপর শুরু হয় মারধর। তিনি বলেন, “জামালের বাড়িতে ঢুকতেই আমার পা শিকল দিয়ে বেঁধে দেয়। লাঠি-বাঁশ দিয়ে শুরু হয় মারধর। ওই অবস্থাতেই প্রশ্ন করতে থাকে আমাকে। আমার স্বামী আমাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তখন তাঁকেও মারধর করা হয়। আমাকে পরের পর চড় মারে ওরা। ঘুঁষি মারে।"
এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, এই প্রথম নয়, জামালউদ্দিন এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। এলাকার অনেকের জমি জোর করে দখল করে নিয়েছে সে। প্রতিবাদ করলেই অমানুষিক নির্যাতনের মুখে পড়তে হয়েছে। সোমবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করতে যান। তাঁকে সামনে পেয়ে জামালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামের মানুষ।
অগ্নিমিত্রা বলেন, “জামাল সর্দারের উপর আশীর্বাদ রয়েছে তৃণমূল নেতাদের। সন্দেশখালি র শেখ শাহজাহানই সোনারপুরের জামাল সর্দার। সে ভাবে কিছুই করেন না, কিন্তু অট্টালিকা বানিয়ে ফেলেছেন। সেই বাড়িতে বসে সালিশি সভা।” তবে সোনারপুরের ওই মাতব্বরের সঙ্গে তৃণমূলের যোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন এলাকার তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। তিনি জানিয়েছেন, জামাল সর্দার তৃণমূলের কেউ নন। তাঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।
জামালউদ্দিনও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "এ জাতীয় অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যিনি অভিযোগ করছেন, তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। এ নিয়েই পরিবারের সঙ্গে ওই মহিলার বিবাদ। সেটা মেটাতেই এখানে ডেকেছিলাম। ওঁর নিজের ছেলে এখানে উপস্থিত ছিল। তাঁকে মারধরের কোনও প্রশ্নই ওঠে না। আমি তাঁর পায়ে শিকল বেঁধে রেখেছিলাম, সেটার কোনও প্রমাণ দেখাক, তা হলে মেনে নেব।” ডিএসপি ফয়জ়ল বিন আহমেদ জানিয়েছেন, পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।