শেষ আপডেট: 30th October 2024 19:11
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় চার্জশিট জমা দিল তদন্তকারীরা। এই ঘটনার জন্য পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করে। বুধবার ঘটনার ২৫ দিনের মাথায় তদন্ত শেষ করে সিট বারুইপুর আদালতে চার্জশিট জমা দিল। একই সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট, ফরেন্সিক রিপোর্টও জমা দিয়েছে।
অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, কোনও আক্রোশে নয়, বিকৃত মানসিকতার বশেই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। পরে 'কুকীর্তি' ফাঁস হয়ে যাওয়ার ভয়ে নাবালিকাকে খুন করে। এরপরে জলাভূমিতে দেহ ফেলে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টাও করেছিল সে।
গত ২১ অক্টোবর মেয়ের জন্য বিচার চাইতে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেন জয়নগরের নির্যাতিতার বাবা-মা। তাঁদের সঙ্গে করে ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাশ।
৪ অক্টোবর রাতে জয়নগরের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জলাভূমি থেকে ৯ বছরের নাবালিকার দেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাতেই গ্রেফতার করা হয় স্থানীয় এক যুবককে। অভিযোগ উঠেছিল নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনা জানাজানি হতেই তেতে ওঠে মহিষমারি এলাকা। পুলিশ ফাঁড়িতেও আগুন লাগিয়ে দিয়েছিল উত্তেজিত গ্রামবাসীরা।
বাসিন্দারা অভিযোগ করেন, নাবালিকা বহুক্ষণ বাড়ি না আসার পরে যখন তার পরিবার থানায় যায়, তখন পুলিশ এফআইআর নিতেই চায়নি। সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হলে এই ঘটনা এড়ানো যেত।