শেষ আপডেট: 27th January 2025 15:56
দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শূন্যে গুলি। শব্দ শুনে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন স্থানীয় মানুষজন। পরে জানতে পারলেন পিকনিকে গিয়ে আনন্দ করতেই ছোড়া হয়েছে গুলি। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শিবদাসপুর থানা এলাকায় ভবাগাছিতে। অভিযোগ, এখানেই পিকনিক করছিলেন স্থানীয় কয়েকজন যুবক। আচমকাই শোনা যায় গুলির শব্দ। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় শিবদাসপুর থানায়। পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের নাম সুরজিৎ হালদার এবং প্রদীপ বর্মন।
সোমবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠানো হয়। তাদের ৭ দিন পুলিশ হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্তরা জানায় নিছক মজা করার জন্যই তারা গুলি ছুড়েছে। তবে ব্যাপারটা অতটা সহজ নাও হতে পারে বলে পুলিশের অনুমান। তাই ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করতে চান পুলিশ আধিকারিকরা। ধৃতদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।