শেষ আপডেট: 12th July 2024 12:23
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হাড়োয়ায় গুলিবিদ্ধ ২৮ বছরের বধূ। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি কলকাতার আরজিকর হাসপাতালে রেফার করা হয়। সেখানেই এখন চিকিৎসা চলছে তাঁর। পারিবারিক বিবাদের জেরে তাঁকে গুলি করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।
হাড়োয়া থানার পশ্চিম মোহনপুরের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে এক দুষ্কৃতী জানলা দিয়ে গুলি ছোড়ে। গুলি লাগে ওই বধূর কোমরে। গুলির শব্দ পেয়ে ছুটে আসেন পড়শিরা। তখন পিস্তল ফেলে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয়। তাঁকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পিস্তলটি উদ্ধার করেন পুলিশ কর্মীরা। কে কী কারণে গুলি চালাল, তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে।
পরিবারসূত্রে জানা গেছে, ওই তরুণীর প্রথম বিয়ে হয়েছিল মিনাখাঁ থানার ধুতুরদাহ এলাকায়। একটি সন্তানও রয়েছে। এখন আদালতে ডিভোর্সের মামলা চলছে। সম্প্রতি কলকাতার বাসিন্দা এক যুবককে আবার বিয়ে করেন ওই তরুণী। পারিবারিক বিবাদের জেরে তাকে গুলি করা হল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। হাড়োয়া থানার পুলিশ আধিকারিকরা জানান, প্রাক্তন স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলার কারণে এই ঘটনা ঘটেছে বলে তাঁদের অনুমান। অন্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।