শেষ আপডেট: 27th June 2024 14:41
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে ইডির উপর হামলায় চালানোয় তাদের নাম জড়িয়েছিল। শেখ শাহজাহান ঘনিষ্ঠ সেই জিয়াউদ্দিন মোল্লা ও দিদার বক্স মোল্লাকে জামিন দিল বসিরহাট মহকুমা আদালত। জামিন পেলেও অবশ্য আপাতত তাঁদের জেলমুক্তি ঘটছে না।
বসিরহাট মহকুমা আদালতের আইনজীবী শেখ সাবির আহমেদ জানিয়েছেন, ন্যাজাট থানায় জিয়াউদ্দিন মোল্লা ও দিদার বক্সের বিরুদ্ধে ইডি যেসব মামলা দায়ের করেছে, সেগুলির মধ্যে একটি মামলায় ব্যক্তিগত পাঁচ হাজার টাকার বন্ডে তাদের জামিন দিয়েছে আদালত। তবে তাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। সেই সব মামলা চলার জন্য আপাতত তাদের জেলে থাকতে হবে।
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি তদন্ত করতে সন্দেশখালিতে গিয়েছিল ইডি। শাহজাহানের খোঁজ করতে যাওয়ার আগেই গ্রামে ঢোকার মুখে গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয় স্থানীয় পুলিশ ও ইডি আধিকারিকদের। জিয়াউদ্দিন ও দিদারই সেই সময়ে লোক জড়ো করে ইডির উপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ। কয়েকদিন আগে ইডির উপর হামলা চালানোয় আরও এক অভিযুক্ত ফারুক আকুঞ্জির জামিন মঞ্জুর করেছিল আদালত।
ফারুকের জেল থেকে মুক্তি হয়েছে। তবে তার জন্য একগুচ্ছ শর্ত বেঁধে দিয়েছে বসিরহাট আদালত। সে সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবে না। একইসঙ্গে সপ্তাহে দু’দিন করে কেন্দ্রীয় এজেন্সির দফতরে হাজিরা দিতে হবে।