শেষ আপডেট: 2nd September 2024 19:58
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ক্লাস সেভেনের ছাত্রীকে স্কুলের মধ্যেই শ্লীলতাহানি করেছেন স্যার! এমন অভিযোগে সোমবার বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। এমন ঘটনা ঘটেছে সাগরের বামনখালি এমপিপি উচ্চ বিদ্যালয়ের।
অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর শাস্তির চেয়ে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় ও অভিভাবকরা। অভিযোগ, সেই সময়ে মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান গোবিন্দ মণ্ডল ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিক্ষোভকারীদের উপর চড়াও হন। এরপরে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পরে তৃণমূল নেতারা ও তাঁদের দলবল পিছ হঠতে বাধ্য হন। এদিন বিক্ষোভের জন্য শিক্ষক-শিক্ষিকারা ঢুকতে পারেননি।
বিক্ষোভকারীদের অভিযোগ, শুক্রবার ক্লাস চলার সময়ে ওই ছাত্রীকে বাইরে ডেকে নিয়ে যান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কুপ্রস্তাব দেন। তাতে রাজি না হলে শ্লীলতাহানি করেন। বাড়ি গিয়ে ওই ছাত্রী পরিবারকে যায়। এরপরে অন্যান্য অভিভাবকদের মধ্যে ঘটনাটি চাউর হয়ে যায়। সোমবার স্কুল খুলতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।