শেষ আপডেট: 18th January 2025 11:52
দ্য ওয়াল ব্যুরো: মেয়েকে হারানোর পর তাঁদের সব হারিয়ে গেছে। তাই বিচারকের রায়ে তাঁদের আর কিছুই এসে যাবে না। তবে সত্যিই যদি অভিযুক্তরা ধরা পড়ত আর তাদের শাস্তি হত, তবে তাঁদের মেয়ের আত্মার শান্তি হত। শনিবার আরজি কর কাণ্ডের রায় বেরোনোর আগে এইভাবেই নিজেদের ভেতরে চেপে রাখা যন্ত্রণা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা-মা।
কলকাতার আরজি কর হাসপাতালে গত বছর অগস্ট মাসে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার রায়দান শনিবার। কলকাতা পুলিশের গ্রেফতার করা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই মূল এবং একমাত্র দোষী হিসেবে দাবি করেছে সিবিআই। ইতিমধ্যে তাঁরা সঞ্জয়ের ফাঁসিরও আবেদন করেছে।
২০২৪ সালের ৯ অগস্ট আরজিকর হাসপাতাল চত্বরে কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয় ডাক্তারির পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে। ১১ নভেম্বর শিয়ালদহ আদালতে শুরু হয় এই মামলার বিচার প্রক্রিয়া। ১ মাস ৭ দিনের মাথায় আজ আরজি করের চিকিৎসক ধর্ষণ-খুনের মামলার রায়দান। এদিন সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর মা বাবা বললেন বিচারক যা রায় দেবেন তারা মেনে নেবেন কিন্তু সব চেয়ে বড় দোষীরাই এখনও অধরা রয়ে গেছেন।
এদিন তাঁরা জানান, মেয়েকে হারানোর পর পরবর্তী ঘটনাক্রমে এখন তাঁরা পাড়ায় প্রায় এক ঘরে হয়ে গেছেন। নির্যাতিতার মা বলেন, "আমাদের বাড়িতে এখন আর কেউ আসেন না। পাশে দাঁড়ায় না আশেপাশের কেউ। তবে এতে কোনও সমস্যা নেই। গোটা বিশ্ব এখন আমাদের আপনজন। ওরাই আমাদের বৃহত্তম পরিবার। ওদের অনুপ্রেরণাতেই আমাদের লড়াই চালিয়ে যাব।"