শেষ আপডেট: 25th September 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। বুধবার দুপুর প্রয়াত হয়েছেন তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। এই ঘটনায় নুরুল ইসলামের পরিবারকে সমবেদনা জানালেন ২৪শের লোকসভা ভোটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর কথায়, " তাঁর কাছ থেকে রাজনীতির অনেক কিছু শেখার বাকি ছিল। আমরা সত্যিই দুঃখিত।"
নুরুল ইসলামের মৃত্যু পরে বসিরহাটের সাংসদ আসন ফাঁকা হয়ে গেছে। উপনির্বাচনের সম্ভবনা দেখা দিয়েছে। বিজেপি যদি তাঁকে ফের প্রার্থী করে, তাহলে কি অংশ নেবেন রেখা? সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সাধারণ মানুষের জন্য লড়াইটা ছিল। কে প্রার্থী হবেন, সেটা আমার দল ঠিক করবে। দল চাইলে আবার ময়দানে নামব।”
চলতি বছরের জানুয়ারি মাসে উত্তাল হয়েছিল সন্দেশখালি। স্থানীয় তৃণমূল নেতাদেব বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসছিল। উঠে এসেছিল শাসকদল ঘনিষ্ট শেখ শাহজাহানের নাম। জমি লুঠ, গ্রামের মহিলাদের রাতবিরেতে ডেকে হেনস্থার অভিযোগ ওঠে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। এই ইস্যুকে সামনে রেখেই বিজেপি সন্দেশখালিতে রেখা পাত্রকে প্রার্থী করে। এমনকী ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখার সঙ্গে ফোনে কথাও বলেছিলেন। রেখাকে তিনি 'সন্দেশখালির প্রতিবাদী মুখ' হিসাবে সম্বোধন করেন।
এতকিছুর পরেও হাজি নুরুল ৮ লক্ষ ৩ হাজার ৭৬২ ভোটে জয়লাভ করেন। রেখা পাত্র পান ৪ লক্ষ ৭০ হাজার ২১৫ ভোট। ভোটের ফল ঘোষণার পরে তৃণমূলের বিরুদ্ধে কারচুপি অভিযোগ তুলেছিলেন বিজেপি নেত্রী। বসিরহাটের নির্বাচন বাতিলের দাবিও জানান।