শেষ আপডেট: 28th August 2024 18:23
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রেশন দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। মঙ্গলবার দীর্ঘ আট মাস পর ব্যক্তিগত জামিনে পেয়েছেন বনগাঁ প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। এবার রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নয়, একেবার সংসারি মানুষ হয়ে বেশির ভাগ সময় বাড়িতে কাটাতে চাইলেন শঙ্কর।
বুধবার বাড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন শঙ্কর আঢ্য। সেখানে তিনি বলেন, "আমি প্রথম থেকেই বলেছি মাথার উপর ঈশ্বর আছে। তিনি যা চান, তাই করবেন। তাঁর ইচ্ছায় দীর্ঘ আট মাস পরে আমি মানুষের সঙ্গে মিলিত হতে পেরেছি। ভারতীয় বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছিলাম। সেখানে বিচার পেয়েছি। তাই মহামন্য আদালতকে ধন্যবাদ জানাই।"
এর পরেই শঙ্কর আঢ্য বলেন, "এখন আমি পারিবারিক মানুষ হিসাবে কাটাতে চাই। সমাজসেবা করতে গেলে রাজনীতির বাইরে গিয়েও করা যায়। মনের ইচ্ছা থাকলেই সমাজসেবা করা যায়।"
রাজনীতিতে ফিরবেন কি না, সে বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "এক্ষুনি সে নিয়ে কিছু ভাবছি না। দলের প্রতি কোনও মান, অভিমান, অভিযোগ কিছুই নেই। এখনও পর্যন্ত দলের কারওর সঙ্গে যোগাযোগ হয়নি।"
জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পরেই তাঁর লেখা একটি চিঠির সূত্র ধরে রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তকারীদের নজরে আসেন তৃণমূল নেতা তথা বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। গত ৬ জানুয়ারি তাঁকে গ্রেফতার করে ইডি। এরপরই আর এক ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে হেফাজতে নেন তদন্তকারীরা। মঙ্গলবার ব্যক্তিগত বন্ডে এই বাকিবুর রহমান, বিশ্বজিৎ দাস, সহ শঙ্কর আঢ্যকে জামিন দেয় ইডির বিশেষ আদালত।
মঙ্গলবার গভীর রাতে বনগাঁর বাড়িতে ফেরেন তিনি। শঙ্করের জামিনের খবর পেয়ে তাঁর অনুগামীরা আনন্দে মেতে ওঠেন। বুধবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, "তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার। ঈশ্বর এর বিচার করবেন।"