শেষ আপডেট: 10th September 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মুরগি নিয়ে ওড়িশায় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পিকআপ ভ্যান। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত হন ৬ শ্রমিক।
বসিরহাটের মাটিয়া থানার ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নেহালপুর সরদারপাড়ার ৭ জনের একটি দল সোমবার মুরগি বিক্রি করতে রওনা দেন। তাঁরা পিকআপ ভ্যানে মুরগি নিয়ে ওড়িশার দিকে যাচ্ছিলেন। কিন্তু ওড়িশায় পৌঁছানোর আগেই ঝাড়গ্রাম জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের ভ্যানটি। পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃতের নাম জব্বর মণ্ডল।
আহত ও মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি ওই একই পিকআপ ভ্যান ওড়িশায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল। নেহালপুর গ্রামের ৭ বাসিন্দার ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই ওই পিকআপ ভ্যানটিকে যেন-তেন প্রকারে মেরামত করে রাস্তায় নামান পোল্ট্রি ফার্মের মালিক। গাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে, সঠিক সময় ব্রেক ফেল করে যাওয়াতেই এই দুর্ঘটনা।
ঝাড়গ্রাম থেকে প্রাথমিক চিকিৎসার পর আহত ৬ জনকে অ্যাম্বুলেন্সে নেহালপুর গ্রামে নিয়ে আসা হয়। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে গ্রামবাসীদের দাবি, ফার্ম মালিক বিমল বসুর গাফিলতি রয়এছে? ইতিমধ্যে মাটিয়া থানার পুলিশ ঝাড়গ্রাম জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তদন্তু শুরু করেছে।