শেষ আপডেট: 5th February 2025 18:53
দ্য ওয়াল ব্যুরো, ব্যারাকপুর: এবার মাওবাদী পোস্টার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ব্য়ারাকপুর শিল্পাঞ্চলের খড়দহে। বৃহস্পতিবার রাতে আচমকাই খড়দহে রেল স্টেশন চত্বরে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখা যায়। জনবহুল এলাকায় এমন পোস্টার দেখেতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা।
এই ঘটনার খবর পেয়ে এলাকায় আসে বিশাল পুলিশবাহিনী। স্টেশনে কাছে লাগানো পোস্টারগুলি ছিঁড়ে দেয় পুলিশ। এলাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। কে বা কারা এই পোস্টারগুলি লাগিয়ে দিয়ে গেল তা নিয়ে তদন্তে নামে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন প্রকাশ্যে পোস্টার লাগাচ্ছিল। কী পোস্টার লাগানো হচ্ছে, ওই সময়ে লক্ষ্য করতে পারেননি বাসিন্দারা। ওই ব্যক্তিরা চলে গেলে মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি দেখতে পান স্থানীয়রা।
শুক্রবার সকাল পর্যন্ত এই ঘটনার জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেফতার করে। তাদের এদিন ব্যারাকপুর আদালতে তোলা হয়। সেই সময়ে ধৃতরা দাবি করে, আরজি করে নির্যাতিতার বিচার হয়নি। তার প্রতিবাদে তাঁরা স্বাস্থ্য়ভবন ঘেরাওয়ের কর্মসূচি রেখেছিল। সেখানে সামিল না হতে দেওয়ার জন্য তাদের গ্রেফতার করেছে পুলিশ।
এই মাওবাদী নামাঙ্কিত পোস্টারে আরজি কর নিয়ে কোনও দাবি দাওয়া রাখা হয়নি। সেখানে ছত্তীশগড়, ওড়িশা, মহারাষ্ট্র, অন্ধ্র জুড়ে কৃষকদের উপর অত্যাচার ও হত্যালীলার বিচার চাওয়া হয়েছে।