শেষ আপডেট: 9th September 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দুর্নীতি অভিযোগে পোস্টার পড়ল উপপ্রধানের বিরুদ্ধে। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের বাইলানি বিশপুর গ্রাম পঞ্চায়েতটি তৃণমূল পরিচালিত। সেই পঞ্চায়েত উপপ্রধানের নাম শহিদুল শেখ। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়েছে পঞ্চায়েত অফিসের সামনে। সেখানে লেখা রয়েছে, '' ছ'বছর আগে যে সাইকেলে চড়ে মুড়ি বিক্রি করত, সামান্য হকার থেকে আজ সে কোটি কোটি টাকার মালিক কী করে হলেন?"
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, শহিদুল শেখ তৃণমূলের উপপ্রধানই নন, এলাকার অঞ্চল সভাপতি পদেও রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, তিনি কম সময়ে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে উঠেছে। একাধিক দুর্নীতি স্বজন পোষণ করে এই প্রতিপত্তি গড়ে তুলেছে। শোরুম, নামে বেনামে বিভিন্ন জায়গায় জমি রয়েছে তাঁর। রবিবার রাতের অন্ধকারে বিশপুর গ্রামের একাধিক জায়গায় পোস্টার পড়েছে। সেখানে তাঁর উত্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ওই পোস্টারে সন্দেশখালির শেখ শাহজাহানের ছবি রয়েছে।
তবে যাঁর বিরুদ্ধে এত অভিযোগ, সেই তৃণমূল নেতা উপপ্রধান শহিদুল শেখ বলেন, "সম্পূর্ণ মিথ্যে কথা, ভিত্তিহীন। বিজেপি চক্রান্ত করে পুরনো পোস্টার মেরে এলাকায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করতে চাইছে। এতে কোন লাভ হবে না, মানুষ জানে আমরা কীরকম।"
হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা দামোদর প্রামাণিক বলেন, "তৃণমূল কংগ্রেস একটি স্বৈরাচারী দল। এই সরকারের আমলের ব্যাপক দুর্নীতি হয়েছে। একজন হকার থেকে কী করে কোটি কোটি টাকার মালিক হলেন, এর তদন্ত চাই। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবো।"