শেষ আপডেট: 2nd November 2024 14:47
দ্য ওয়াল ব্যুরো, বসিরহাট: দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা উপনির্বাচন। এমন সময়ে বসিরহাট উত্তরের বিধায়কের সন্ধান চেয়ে পোস্টার পড়ল তাঁরই বাড়ি ও অফিসের সামনে। তৃণমূল কংগ্রেস সম্মান রক্ষা কমিটি নামে পোস্টার ফেলা হয়েছে। তাঁদের অভিযোগ, বিধানসভা ভোটের পর থেকে বিধায়ককে এলাকায় দেখা যায়নি। যদিও এই নামের কোনও শাখাই তৃণমূলের নেই। তাই ওই পোস্টার ঘিরে চাপানউতোর শুরু হয়েছে এলাকায়।
বসিরহাট উত্তর বিধানসভার মধ্যে মুরারিশায় তৃণমূল বিধায়ক রফিকুল ইসলামের বাড়ি। শনিবার সেখানেই একাধিক জায়গায় তাঁর বিরুদ্ধে ছবি সহ পোস্টার পড়েছে। সেখানে লেখা রয়েছে, “এই ব্যক্তির নাম রফিকুল ইসলাম। পেশায় বসিরহাট উত্তরের বিধায়ক। আগে বিধানসভায় যেতেন লাল পোশাকে, পরবর্তীতে সবুজ পোশাকে। এঁর দুই বিয়ে, দুই স্ত্রীর কাছে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। যদি কেউ এনাকে পেয়ে থাকেন দয়া করে ফোন করে জানাবেন।” একই সঙ্গে একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রফিকুল ইসলাম আগে সিপিএমের বিধায়ক ছিলেন। পরে তিনি জার্সি বদলে তৃণমূলে যোগ দেন। ২০২১ সালে তিনি তৃণমূলের টিকিট পান। চলতি বছরের লোকসভা ভোটের সময়ে তৃণমূলের হয়ে প্রচার সারতেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকে দলের কোনও কর্মসূচিতে দেখা যায় না রফিকুল ইসলামকে। ফলে দলের অন্দরে কিছুটা ক্ষোভ রয়েছে।
এবিষয়ে রফিকুল ইসলামের দাবি, যাঁরা এই পোস্টার দিয়েছেন তাঁরা তৃণমূলের কেউ নন। রাজনীতিতে বিধায়ক হিসাবে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই এই ধরণের পোস্টার দেওয়া হয়েছে। হাসনাবাদ ব্লক সভাপতি এস্কেন্দার গাজির দাবি, এই ধরণের পোস্টারের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তবে বিরোধীদের দাবি, এই ঘটনা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ।