শেষ আপডেট: 1st December 2024 20:02
দ্য ওয়াল ব্যুরো: গত ২৯ নভেম্বর বেলঘরিয়ায় রাস্তার মধ্যেই স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল স্বামী-বন্ধুদের বিরুদ্ধে। স্বামী-সহ ৩ জনের খোঁজে তল্লাশি শুরু করে তদন্ত চালায় বেলঘরিয়া থানার পুলিশ।আর তাতেই উঠে এল অন্য তথ্য। পুলিশের দাবি, ওই মহিলা নিজেই গায়ে আগুন দিয়েছিলেন।
কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের আর্যনগর অনুপমা রোডে এক মহিলার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। বলা হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় মহিলার স্বামী এবং দুই বন্ধু গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। কিন্তু তদন্ত করে পুলিশ জানতে পারল স্বামী নিলয়ের সঙ্গে সম্পর্ক ভাল ছিল না স্ত্রী রিনার।
পুলিশ জানাচ্ছে, 'প্রথমে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেও, পরে জানা গিয়েছে, তরুণী আত্মহত্যার চেষ্টা করেছিলেন।' কিন্তু কেন এহেন পদক্ষেপ নিলেন রিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।
এর আগেও গলায় ফাঁস দিয়ে, গায়ে অ্যাসিড ঢেলে, স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রিনা। শুক্রবারও নিজের গায়ে আগুন লাগিয়ে চিৎকার করতে থাকেন স্বামী নিলয়ের শাস্তির দাবিতে।
রিনার অভিযোগের ভিত্তিতে প্রথমে স্বামী ও তার দুই বন্ধুকে আটক করা হলেও পুলিশ নিলয়ের পরিবার ও শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, রিনা আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
বান্ধবীর বাড়িতে এলেও রিনা কেরোসিন কী ভাবে নিয়ে এলেন এবং রাস্তায় হাঁটার সময়ে কী ভাবে ওই কাণ্ড ঘটালেন, তা-ও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এখনও যেহেতু সাগর দত্ত হাসপাতালে রিনা চিকিৎসাধীন তাই পরে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।