শেষ আপডেট: 16th February 2025 12:37
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শরিকি জমি বিবাদ নিয়ে মারধর-লুটপাটের অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। এমনকী এক পরিবারের বাড়িতে ভাঙচুর, চাষের জমির ক্ষতি, করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এতে ১০ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ওই চারজনকে কলকাতার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার মিনাখাঁ থানার ছয়ানি হাজিপাড়ার এলাকায়। অভিযুক্ত মইনুল মোল্লা তৃণমূল পঞ্চায়তে সদস্যের স্বামী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামেরা বাসিন্দা সেলিম মোল্লা সঙ্গে একটি জমি নিয়ে কাশেম মোল্লার বিবাদ চলছিল। ওই জমি শরিক কাশেমও। দুই পরিবারের ঝামেলা আদালত পর্যন্ত গড়িয়েছিল। তবে সেখানে আদালত সেলিমের পক্ষে রায় শোনায়। আদালতের অনুমতিতে ই সেলিম ওই বিবাদের জমিতে চাষাআবাদ শুরু করেছিলেন।
অভিযোগ, এরপরেই আরও সমস্যা তৈরি করতে থাকেন কাশেম। জানা গিয়েছে, রবিবার কাশেমের হয়ে তৃণমূল পঞ্চায়েত মেম্বারের স্বামী মইনুল মোল্লা দলবল নিয়ে সেলিমের উপর ঝাঁপিয়ে পড়ে। সেলিমের চাষের জমিতে গিয়ে সদ্য লাগানো ধানের চাষ তুলে দিতে থাকে। সেলিম-তাঁরপরিবার বাধা দিতে গেলে তাঁদের মইনুল মোল্লা ও তাঁর দলবল ব্যাপক মারধর করে। সেলিমদের বাড়িতে লুটপাট-ভাঙচুর চালায়। এতে আক্রান্ত পরিবারের ১০ জন আহত হন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কলকাতার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
ঘটনার খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ এলাকায় যায়। যদিও এই বিষয়ে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত মেম্বারের স্বামী মইনুল মোল্লা বলেন, "ওটা ওদের শরিকি গন্ডগোলের জেরে মারধর। এই ঘটনার সঙ্গে আমার কোন যোগাযোগ নেই। আমার নামে বদনাম করা হচ্ছে।"