শেষ আপডেট: 13th December 2024 13:45
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ছেলের হাতে অত্যাচারিত হয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন বাবা-মা। খবর পেয়েই ছুটে যায় পুলিশ। আর তারপরেই এক পুলিশ কর্মীকে পরের পর কোপ মারার অভিযোগ উঠল গুণধর ছেলে দীপায়ন সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় বারাসত ন'পাড়া সংলগ্ন আমতলা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বাড়িতে অত্যাচারিত হয়ে বারাসত থানায় ফোন করে খবর দিয়েছিলেন মা বাবা। সেই খবর পেয়েই বারাসত থানা থেকে কর্তব্যরত অফিসার দুধকুমার মণ্ডল সহ আরও কয়েকজন পুলিশকর্মী ঘটনাস্থলে যান। এলাকায় গিয়ে দেখা যায় হাতে দা নিয়ে দাঁড়িয়ে আছে ছেলে দীপায়ন। বারাসত থানার কর্তব্যরত অফিসার দুধকুমার মন্ডল তার সাথে কথা বলতে যেতেই প্রথমেই দা দিয়ে পুলিশের আধিকারিকের মাথায় আঘাত করে দীপায়ন।
সেখানেই থেমে যায়নি সে। পরপর আরও কয়েকটি কোপ মারে দুধকুমারের বুকে। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন ওই পুলিশ আধিকারিক। এরপরে তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় বারাসত হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় বারাসতেরই একটি বেসরকারি নার্সিংহোমে পরে ওই অফিসারকে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত দীপায়ন সরকারকে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ।