শেষ আপডেট: 28th September 2024 09:30
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্কুলের পথে ছাত্রীকে অপহরণ করে মুম্বইয়ে তুলে নিয়ে গেছিল। সেখানে ঘরে আটকে রেখে যথেচ্ছ যৌন নির্যাতন চালিয়েছিল। রাজমিস্ত্রির এমন কাণ্ড প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত পকসো আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দোষী ওই ব্যক্তির নাম অসীম মণ্ডল। তিনটি ধারাতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা চলে।
২০১৫ সালে ৭ মার্চ মাসের কথা। সোদপুরের ঘোলার বাসিন্দা ক্লাস নাইনের ছাত্রী আচমকাই নিখোঁজ হয়ে যায়। পুলিশ তদন্তে নামে। একমাস কেটে গেলেও ওই ছাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে অসীমের ডেরা থেকে কোনওরকমে পালিয়ে আসে ওই ছাত্রী। পুলিশে অভিযোগ জানায়।
সেখানে জানা যায়, অসীম মণ্ডল নামে এক রাজমিস্ত্রি ওই ছাত্রীর উপর কিছুদিন ধরেই লক্ষ্য রাখছিল। অপহরণের দিন, ওই ছাত্রী স্কুলের জন্য রওনা হয়েছিল। সেই সময়েই তাকে নেশাদ্রব্য মেশানো পানীয় খাই গাড়িতে তুলে নেয়। এরপরেই অসীম তাকে মুম্বইয়ে নিয়ে চলে যায়। ছাত্রী গোপনবন্দিতে জানায়, অসীম তাকে একটি বাড়িতে আটকে রেখেছিল। একাধিক বার যৌন নির্যাতন চালিয়েছে।
পুলিশ মুম্বইয়ের গোপন ডেরা থেকে অসীমকে গ্রেফতার করে।পড়ুয়ার অভিযোগের ভিত্তিতেই মামলা প্রায় ৯ বছর ধরে এই মামলা চলে। বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বারাসত পকসো আদালত বারাসত। শুক্রবার সাজা ঘোষণা হয়।